গঙ্গা ভাঙ্গনে গৃহহারা পরিবার গুলোকে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থার জন্য স্মারকলিপি প্রদান
গঙ্গা ভাঙ্গনে গৃহহারা পরিবার গুলোকে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থার জন্য স্মারকলিপি প্রদান
২০২০ সাল একদিকে করোনা মহামারী, অন্যদিকে গঙ্গার ভাঙন। কার্যত দিশেহারা বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কেউবা গঙ্গার গর্ভে ঘরবাড়ি হারিয়ে অসহায়, কেউবা আশঙ্কায় আতঙ্কিত। আরও পড়ুনঃ করোনায় অসহায় ব্যবসায়িদের লক্ষাধিক টাকা অনুদান দিচ্ছে ফেসবুক, আবেদন করুন আপনিও
গঙ্গা ভাঙ্গনে গৃহহারা পরিবার গুলোকে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থার জন্য আজ গঙ্গা ভাঙ্গন উদ্বাস্তু কমিটির পক্ষ থেকে জঙ্গিপুর S.D.O অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সেখ সহিদুল আলম. এজাজ আহমেদ. আনিকুল মিঞা ও কাওসার আলি প্রমুখ ব্যক্তিবর্গ।
S.D.O Ms Gandharva Rathore জানান দাবি গুলো বিবেচনা করা হবে।
No comments:
Post a Comment