Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 7, 2021

মাধ্যমিক ইতিহাস ২০২১ সম্ভাব্য প্রশ্ন- সংক্ষিপ্ত উত্তর সহ

মাধ্যমিক ইতিহাস ২০২১ সম্ভাব্য প্রশ্ন- সংক্ষিপ্ত উত্তর সহ

২০২১

ক) এককথায় উত্তরঃ- মান-১

১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন - ইংরেজরা।

২. ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক- ডঃ রঞ্জিত গুহ।

৩. ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র- ‘বেঙ্গল গেজেট’।

৪. ইন্দিরা গান্ধিকে লেখা জহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন- মুনসি প্রেমচাঁদ।

৫. বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র - ‘দিগদর্শন’।

৬. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে। সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. কলিকাতা বিজ্ঞান কলেজের ইতিহাত অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের।

৮. মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল ১৯১১ সালে।

৯. ‘দাদাসাহেব ফালকে’ যুক্ত ছিলেন চলচিত্রের সঙ্গে।

১০. সাপ্তাহিক পত্রিকা ‘সোমপ্রকাশ’-এর সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ।

১১. সরলাদেবী চৌধুরানীর আত্মিওজীবনী- ‘জীবনের ঝরাপাতা’।

১২. সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় ‘সরকারি মহাফেজখানা’ বা ‘গভর্নমেন্ট আর্কাইভে’।

১৩. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।

১৪. সর্বধর্মের সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ।

১৫. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন।

১৬. নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।

১৭. সাধারন গনশিক্ষা কমিটি গঠিত হয় ১৮২৩ সালে।

১৮. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত কেশবচন্দ্র সেন।

১৯. ‘নীলদর্পন’ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। প্রকাশক রেভারেন্ত জেমস লঙ।

২০. ‘গ্রামবার্তা প্রকাশিকা’- প্রকাশিত হতো কুষ্ঠিয়া থেকে। সম্পাদক হরিনাথ মজুমদার।

২১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮৫৮ সালে।

২২. কলিকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ডাঃ এম. জে. ব্রামলি।

২৩. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ।

২৪. ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত।

২৫. প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি।

২৬. ‘কোলবিদ্রোহ’(১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে।

২৭. সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন- কোলবিদ্রোহ।

২৮. ‘বারাসাত বিদ্রোহ’এর নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির।

২৯. ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় ১৮৬৫ সালে।

৩০. সন্নাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী, চিরাগ আলি, ভবনী পাঠক।

৩১. ই’ন্ডিগো কমিশন’ বা ‘নীলকমিশন’ ১৮৬০ খ্রিস্টাব্দে গঠিত হয় জে. পি. গ্রান্ট. এর উদ্যোগে।

৩২. ‘মোপলা বিদ্রোহ’ ১৯২১ সালে মালাবার উপকূলে সংগঠিত হয়।।

৩৩. ইজারাদার দেবীসিংহের অত্যাচারে ‘রংপুর বিদ্রোহ’ সংগঠিত হয়।

৩৪. ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর।

৩৫. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

৩৬. ‘ভারতসভার’ প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু।

৩৭. ‘ভারতসভার প্রাণপুরুষ’ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

৩৮. বন্দেমাতরম- গানটি লেখেন ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৩৯. গোরা – উপন্যসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৪০. ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ।

৪১. হিন্দুমেলার ওপর নাম ‘চৈত্রমেলা’।

৪২. বাংলার হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী।

৪৩. বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু।

৪৪. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’।

৪৫. IACS এ বিজ্ঞানী সি. ভি. রমন নোবেল পুরস্কার পান।

৪৬. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল ১৮৫৫ সালে।

৪৭. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা হয় ১৯০৬ সালে।

৪৮. ‘History of Hindu Chemistry’ গ্রন্থের লেখক প্রফুল্ল চন্দ্র রায়।

৪৯. প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্য।

৫০.লহিনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচদ্র মজুমদার।

৫১. বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থ – অন্নদামঙ্গল।

৫২. ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।

৫৩. ‘কথাকলি’ কেরালা রাজ্যের নৃত্যশৈলী।

৫৪. ‘কুচিপুরি’ অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী।

৫৫. মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল শিল্পী উদয়শংকর।

৫৬. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি –‘প্রবাসি’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

৫৭. ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত- রামরতন মল্লিক।

৫৮. ‘দামিন-ই-কোহ’ বলতে- পাহাড়ের প্রান্তদেশকে বোঝায়।

৫৯. ‘মুন্ডা বিদ্রোহ’ উলগুলান নামে পরিচিত।

৬০. ‘ধরতি আবা’ নামে পরিচিত বীরসা মুন্ডা।

৬১. ‘মেদিনীপুরের লক্ষীবাঈ’ নামে পরিচিত রানী শিরোমণি।

৬২. ‘দিকু’ কথার অর্থ ‘বহিরাগত’। অর্থাৎ বহিরাগত সুদখোর মহাজনদের বলা হয় দিকু।

৬৩. দুর্জন সিং ছিলেন ‘চুয়াড়’ বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা।

৬৪. ভারতের ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে।

৬৫. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর সাভারকর।

৬৬. জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর।

৬৭. ‘হিন্দুমেলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। প্রথম সভাপতি রাজনারায়ন বসু।

৬৮. ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে।

৬৯. ‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত।

৭০. ভারতের প্রথম ছাপাখানা তৈরি করেন পর্তুগীজরা গোয়াতে।

৭১. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর পঞ্চানন কর্মকার।

৭২. ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি লিখেছেন নাথানিয়েল হ্যালহেড।

৭৩. ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন- চার্লস উইলকিনস।








ক) সংক্ষিপ্ত উত্তরধর্মীঃ- মান-২




১. স্মৃতিকথা বা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরুপে ব্যবহার করা হয়?

২. ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?

৩. সামাজিক ইতিহাস কি?

৪. ইতিহাসের উপাদানরুপে সংবাদপত্রের গুরুত্ব কি?

৫. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি?

৬. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

৭. সরকারি নথিপত্র বলতে কি বোঝায়?

৮. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কিও?

৯. বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল?

১০. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

১১. নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো?

১২. ব্রাহ্মসমাজের দুটি সংস্কারমূলক কাজ লিখ।

১৩. মেকলে মিনিট কি?

১৪. মধুসূদন গুপ্ত কে ছিলেন?

১৫. উলগুলান বলতে কি বোঝায়?

১৬. নীলকররা চাষীদের উপর কিভাবে অত্যাচার করেছিল?

১৭. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরনের আন্দোলন ছিল?

১৮. নীলবিদ্রোহ হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল?

১৯. বিপ্লব বলতে কি বোঝায়?

২০. বারাসত বিদ্রোহ কি?

২১. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি?

২২. খুৎকাঠি প্রথা কি?

২৩. উনিশ শতককে সভা-সমিতির যুগ বলা হয় কেন?

২৪. শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল?

২৫. বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল?

২৬. চার্লস উইলকিনস কে ছিলেন?

২৭. ছাপাবই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল?

২৮. বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি?

২৯. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি?

৩০. বজ্ঞান শিক্ষার বিকাশে এই. এ. সি. এস এর ভূমিকা কি?

৩১. বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

৩২. জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

৩৩. রামমোহন রায় প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখ?

৩৪. তিন আইন কি?

৩৫. ভারতের শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিঃ সনদ আইনের গুরুত্ব কি?

৩৬. নব্য বেদান্ত কি?

৩৭. প্রাচ্য-পাশ্চাত্য কি?

৩৮. বামাবোধীনি সভার উদ্দেশ্য কি ছিল?

৩৯. নীল বিদ্রোহে খ্রিষ্টান মিশনারিদের ভূমিকা কি ছিল?

৪০. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?

৪১. উপনিবেশিক অবন্য আইন কি?

৪২. আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতিয়বাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?

৪৩. গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনায় মুখর হয়েছিল?

৪৪. মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো?

৪৫. মহারাণীর ঘোষণা পত্রের মূল উদ্দেশ্য কি ছিল?

৪৬. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?

৪৭. জমিদারসভা ও ভারতসভার দুটি পার্থক্য লেখো।

৪৮. ননীবালা দেবী কে?

৪৯. দুটি পরিবেশ আন্দোলনের নাম লিখ।






গ) সম্ভাব্য প্রশ্নাবলীঃ মান-৪

১. নারী ইতিহাসের উপর একটি টীকা লিখ।

২. ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখ।

৩. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো বা ‘নব্যবেদান্ত’ কি ব্যাখ্যা করো?

৪. নারী শিক্ষা প্রসারে ইশ্বরচদ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

৫. চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিক্যাল কলেজের কেমন ভূমিকা ছিলল?

৬. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়?

৭. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিষ্টধর্মের প্রচারকদের অবদান আলোচনা করো?

৮. সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল?

৯. নীলবিদ্রোহ ঘটার কারনগুলি বিশ্লেষণ করো।

১০. ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? 

১১. ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়?

১২. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো।

১৩. বারাসাত বিদ্রোহ না ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ।

১৪. আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের ধারনা বিকশিত হয়েছে?

১৫. মহারাণীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য্য কি?

১৬. হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?

১৭. বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

১৮. রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিলেন?

১৯. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের আলোচনা করা হল?

২০. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো।

২১. মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের কিরুপ অবদান ছিল?

২২. ছাপাখানা বিকাশে ইউ. এন. রায় এন্ড সন্সের ভূমিকা কি ছিল?

২৩.কারিগরী শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের ভূমিকা কি ছিল?

২৪. বিজ্ঞানচর্চার বিকাশে I.A.C.S বা মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি ছিল?

২৫. বর্তমান ভারতে স্বদেশ প্রেম ও জাতীয়তাবাদের আকুতি কিভাবে ব্যক্ত হয়েছে?






ঘ) সম্ভাব্য প্রশ্নাবলীঃ- মান-৮



১. উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ আন্দোলন কিরুপ ভূমিকা নিয়েছিল?

২. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল?

৩. উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি কি ছিল?

৪. নীলবিদ্রোহের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।

৫. মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।

৬. জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের ও বিবেকানন্দের ভূমিকা কি ছিল?

৭. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৮. বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ বিবৃত করো।

৯. বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ও তার ইউ. এন. রায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages