প্রাথমিক শিক্ষার প্রসারে শিক্ষাসেলের আলোচনাসভা
গাইঘাটা, উত্তর ২৪ পরগণা : পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃনমূল শিক্ষাসেলের গাইঘাটা সার্কেলের প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাতছাত্রীদের বিভিন্ন সমস্যা ও সমাধানে বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক ভূমিকা নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করেন ব্লক শিক্ষাসেলের মূল উদ্যোক্তা শ্রীযুক্ত পিনাকি হালদার ও আশিস হালদার মহাশয় ।
এই আলোচনাচক্রে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিকের সুবিধা, মিড-ডে মিলে প্রোটিনযুক্ত খাবার বিতরণ, মাসের ১লা তারিখে শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রদান, ছাত্রছাত্রীদের বিনামূল্যে ব্যাগ, জুতোর ব্যবস্থা ইত্যাদি বহুবিধ বিষয় নিয়ে আলোচনা হয় এবং অকুন্ঠভাবে বর্তমান সরকারের ভূমিকাকে ধন্যবাদ জানানো হয়।শ্রীযুক্ত চিত্তরঞ্জন হালদার, নৃপেন্দ্র নারায়ণ সরকার, মানস পাল প্রমুখ শিক্ষক নেতৃত্ব উপস্থিত থেকে জাতীয় শিক্ষানীতি ২০১৯ এর বিভিন্ন অনুপযোগী বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তৃনমূল প্রাথমিক শিক্ষা সেলের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি শ্রীযুক্ত দেবজ্যোতি ঘোষ মহাশয় বক্তব্যের মধ্যে বিজেপি শাসিত ত্রিপুরা ও আসামের শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে আবেদন রাখেন যে জীবন জীবিকা ও শিশুদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদেরই বর্তমান সরকারকে সমর্থন করা উচিত।
এই সভাতেই আলোচনা করতে গিয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা শিশুদের ভাষাগত সমস্যা নিয়ে আলোচনা করেন। যেখানে বক্তারা উল্লেখ করেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ভাষা সমস্যা সমাধানে রাজবংশি-কামতাপুরি, সাদরি, কুড়মালি ইত্যাদি ভাষায় পঠন পাঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে বই তৈরি, সেইসমস্ত ভাষার স্কুল স্থাপন ও শিক্ষক নিয়োগ বিষয়ক প্রস্তাব উঠে আসে। সেই সূত্রেই গবেষক ড.অরূপ মজুমদার সম্পাদিত ‘কোচ-রাভা রচিত’ ‘কুড়মালি রচিত’ ‘বর্ণপরিচয়’(সাদরি ভাষা) ও ‘কোড়া রচিত’ বইগুলি সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। ড.মজুমদার ও তার কয়েকজন সহকারি শিক্ষক শিক্ষিরা ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে বইগুলি রচনা করেছেন বলে আদিবাসী সমাজের শিক্ষার্থীদের প্রায় সমস্ত রকম ভাষাগত সমস্যা ও তার সমাধানের বিষয়ে বইগুলিতে উল্লেখ রয়েছে।
সমগ্র আলোচনাসভাটি সঞ্চালনা করেন শিক্ষক মিঠুন বিশ্বাস এবং মানস কুমার ঘোষ মহাশয়।এই সভাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বার্থে বর্তমান সরকারকেই তাঁরা সমর্থন করবেন বলে আশ্বস্ত করেন। গাইঘাটা বিধানসভার মা-মাটি-মানুষের পক্ষে বিধায়ক পদপ্রার্থী মাননীয় নরোত্তম বিশ্বাস মহাশয় শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করে আশ্বাস দেন যে ভবিষ্যতেও তিনি এবং তার সরকার শিক্ষা বিস্তারে ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে জনহিত মুখি কার্যক্রমে আরও ব্যাপক ভাবে সামিল হবেন।
No comments:
Post a Comment