Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 14, 2021

বিজ্ঞান অভীক্ষা ও প্রতিযোগিতার পুরষ্কার প্রদান এবং সর্প সচেতনতা শিবির




বিজ্ঞান অভীক্ষা ও প্রতিযোগিতার পুরষ্কার প্রদান এবং সর্প সচেতনতা শিবির


বিজ্ঞান অভীক্ষা ও বিজ্ঞান-বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল দিনহাটা সোনীদেবী জৈন উচ্চ বিদ‍্যালয়ে। 



পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান অভীক্ষা 2019 ও বিজ্ঞান-বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 2021 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনহাটা সোনী দেবী জৈন হাইস্কুলে এদিন অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠান মঞ্চে মাধ্যমিক পরীক্ষা ২০২০ এর কৃতি ছাত্র রিতম বর্মনকে সম্বর্ধনা দেওয়া হয়। 




এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ অজয় মণ্ডল, বিশিষ্ট দন্ত চিকিৎসক নিরুপম নন্দী, বিশিষ্ট সর্প উদ্ধারকারী তপন কুমার দে মহাশয় ও দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের সকল বিজ্ঞান কর্মীরা। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিজ্ঞান বিষয়ক কবিতার আবৃত্তি, বিজ্ঞান বিষয়ক কুই্যজ প্রতিযোগিতা, স্লোগানসহ বিজ্ঞান বিষয়ক পোস্টার অংকন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে একটি সর্প সচেতনতা শিবিরেরও এর আয়োজন করা হয়। 



বিজ্ঞানকে সহজবোধ্য ভাষায় ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং কুসংস্কার দূরীকরণে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বরাবরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আজকের অনুষ্ঠান তারই অঙ্গ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages