Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 15, 2021

কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের আবৃত্তি উৎসব দিনহাটায়

কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের আবৃত্তি উৎসব দিনহাটায়


অরবিন্দ শর্মা,দিনহাটা

কবিতা লেখে কবি কিন্তু কবিতার প্রান প্রতিষ্ঠা করে আবৃত্তিকার । উত্তরবঙ্গের অন‍্যতম  আবৃত্তি প্রশিক্ষন কেন্দ্র আবৃত্তি পরিষদ। প্রশিক্ষক শিলাদিত্য রায়। যিনি আবৃত্তি নিয়ে গবেষণা করেন । সময় উপযোগী আবৃত্তি উপহার দেন শ্রোতা ও দর্শকদের। 

১২ মার্চ থেকে ১৪ মার্চ দিনহাটায় অনুষ্ঠিত হল কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের বাৎসরিক অনুষ্ঠান আবৃত্তি উৎসব। তিনদিন ধরে এই অনুষ্ঠানে যেমন চীরস্মরনীয় কবিদের কবিতা আবৃত্তি হয়েছে তেমনি স্থানীয় কবিদের কবিতা আবৃত্তি হয়েছে।

কবিতার সঙ্গে নাচ ও অভিনয় শ্রোতা ও দর্শকদের মন কেড়েছে। মাথাভাঙ্গা সহ বিভিন্ন যায়গা থেকে প্রায় ৫০০জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দিনহাটায় সকালে পদযাত্রা বেরোয় যেখানে শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকরাও পা মেলায়।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages