স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হুসলুডাঙ্গায়
মধুসূদন রায় , ময়নাগুড়ি ১৫ মার্চঃ মা রানী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় করা হলো একটি রক্তদান শিবির । সোমবার ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে প্রায় ৬৫ জন রক্ত দান করেন । এবং পরে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত জমা করা হয় । পাশাপাশি সংগঠনের সদস্যরা জানান এদিন প্রত্যেক রক্ত দাতাকে চারাগাছ বিতরণ করা হয়।
মা রানী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সুপ্রিয় গুহ জানান , তাঁরা ইতিপূর্বে হুসলুডাঙ্গা বাজার সহ সংলগ্ন বিভিন্ন হাটে বাজারে মাইকিং করে রক্তদানের প্রয়োজনীয়তা মানুষকে বোঝান ।
মা রানি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং যুব সম্প্রদায় তাদের ডাকে সাড়া দিয়ে এদিন রক্ত দান করেন । জলপাইগুড়ি সদর হাসপাতালের মেডিকেল টিম ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয় । সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হয় ।
No comments:
Post a Comment