Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 8, 2021

প্রচারের শেষলগ্নে ঢাক, ব্যান্ডপার্টি নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা TMC প্রার্থী উদয়ন গুহের



প্রচারের শেষলগ্নে ঢাক, ব্যান্ডপার্টি নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা TMC প্রার্থী উদয়ন গুহের 


অর্নব অধিকারী, দিনহাটা- 


চতুর্থ দফা নির্বাচন শুরু হতে আর কয়েকঘন্টা বাকি তার আগে প্রচারের শেষলগ্নে দিনহাটায় ঢাক, ব্যান্ডপার্টি নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা করলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। 





শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, সায়ন্তন গুহ, তৃনমূল নেতা গৌরীশংকর মহেস্বরী সহ তৃনমূল কংগ্রেস নেতৃবৃন্দ। 



এদিনের শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের শোভাযাত্রা কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 


বিধানসভা নির্বাচনে জমজমাট লড়াই দিনহাটা বিধানসভায়। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, দিনহাটার একজন দাপুটে নেতা। অন‍্যদিকে তার বিপরীতে বিজেপি প্রার্থী করেছে কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামাণিককে। আবার বাম কংগ্রেস আইএসএফ জোটের সমর্থিত প্রার্থী আব্দুল রউফ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages