Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 29, 2020

উত্তরবঙ্গে মমতা, দিনহাটায় দ্বিতীয় কলেজের দাবীতে অনড় দিনহাটা ২ নং ব্লক কলেজ দাবী কমিটি



গত ২০১৭ সাথে পঞ্চায়েত নির্বাচনে আগে রাজ্যে মাননীয় শিক্ষা মন্ত্রী ঘোষান করেন দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপন করা হবেl কিন্তু গত ২০১৮ সালে কোচবিহারে প্রশাসনিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষনা করেন যে প্রস্তাবিত কলেজ তৈরী হবে না l এর প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন ও যুব ফেডারেশন আন্দোলন শুরু করে l কারণ কোচবিহার জেলার সর্ববৃহৎ সাব-ডিভিশন হলো দিনহাটা l যেখানে কলেজ সংখ্যা মাত্র একটি l ১৯৫৬ সালে গঠিত হওয়া এই কলেজের ছাত্র সংখ্যা এখন প্রায় নয় হাজার l প্রত্যেক বছর এই মহকুমার অধীনে তিনটি ব্লকের প্রায় ৪০০০-৪৫০০ ছাত্র-ছাত্রী উচ্চ-মাধ্যমিক পাস করে l দূরত্বের কারণে তাঁদের অনেককে ডিসটেন্স এ পড়াশোনা চালিয়ে যেতে হয় l যা বহুল খরচাসাপেক্ষ l অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরাও প্রথম প্রজন্মের শিক্ষিত এই ছাত্র-ছাত্রীদের অনেক সময় মাঝ পথে পড়াশোনা ছাড়তে হচ্ছে l


আপনার জন্য-

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages