প্রতিভার সন্ধানে আজকের মুখ সুতৃষ্ণা মণ্ডল
শুভাশিস দাশ
শহর কিংবা গ্রাম এটা কোন বিষয়ই নয় প্রতিভা থাকলে সে উঠে আসবেই । উত্তর চব্বিশ পরগনার ছোট্ট গ্রাম গোপাল পুর । এখানেই বেড়ে ওঠা তার ।
মাত্র সতের বছর বয়সেই নৃত্যে বেশ দক্ষতা অর্জন করে ফেলেছে সুতৃষ্ণা মণ্ডল । চিত্র ভানু ফাইন আর্টসের ছাত্রী সুতৃষ্ণা ব্লক থেকে জেলাস্তরে বহু অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে ।
নিজের শিক্ষার সাথে সাথে গ্রামের কচিকাঁচাদের নিয়ে একটা নাচেরস্কুলও খুলেছে সে । ওর ইচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্য শিখবে ।
নাচের মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখতে চায় সে । ওর জন্য রইলো আমাদের শুভ কামনা ।
SUTRISHNA MANDAL
AGE: 17
DANCER
YOUTUBE CHANNEL: CLICK
আপনার বায়োডাটা পাঠান আমাদের মেইল করে- যোগাযোগ করবো আমরা। বায়োডাটা পাঠাতে ক্লিক করুন- CLICK
No comments:
Post a Comment