Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, October 26, 2020

বিজয়া দশমীর সকালে প্রকাশিত হলো -'কেন রবীন্দ্রনাথ ঠাকুর? প্রসঙ্গ শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি' গ্রন্থ

বিজয়া দশমীর সকালে প্রকাশিত হলো -'কেন রবীন্দ্রনাথ ঠাকুর? প্রসঙ্গ শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি' গ্রন্থ


মৃগাঙ্ক সরকার, দিনহাটাঃ 

বিজয়া দশমীর সকালে প্রকাশিত হলো দীপ্তি রায় এবং সম্রাট দাস সম্পাদিত "কেন রবীন্দ্রনাথ ঠাকুর? প্রসঙ্গ শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি" গ্রন্থ। দিনহাটা নেতাজী কোচিং সেন্টারে কোভিড স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১ টায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছড়াকার শুভাশিস দাস। গ্রন্থ প্রকাশ করেন শিক্ষক, প্রাবন্ধিক, নাট্যকর্মী অনির্বাণ নাগ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি, প্রাবন্ধিক দীপক বর্মণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক জয়দীপ সরকার। 



প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।  দীপ্তি রায় জানান- " কেন রবীন্দ্রনাথ ঠাকুর?  প্রসঙ্গ শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি" এই বিষয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় গত বছরে । সেই আলোচনাচক্রে পঠিত প্রবন্ধ গুলি নিয়েই এই সম্পাদিত গ্রন্থ। মোট দুটো খন্ডে প্রকাশিত হবে এই বইটি । আজ প্রথম খন্ড প্রকাশিত হয়।" 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক জয়ন্ত চক্রবর্তী, অধ্যাপক সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক জয় দাস,  সমাজকর্মী আজিজুল হক, শিক্ষিকা কৃষ্ণা ব্রজবাসী প্রমূখ।  

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages