অসহায় দুঃস্থ মানুষ-দের সাহায্যের হাত বাড়িয়ে দিল BGTA
বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার উদ্যোগে কৈলাশপুর টি এস্টেট-এর অসহায়-দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল।
প্রকৃতির নিয়মে তাপদাহ বিদায় নিয়ে শীত পড়তে শুরু করেছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ঠাণ্ডা। আর এই ঠাণ্ডায় অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে এগিয়ে এল BGTA । এদিন BGTA এর তরফে ২০০ জন অসহায় দুঃস্থ মানুষকে কম্বল প্রদান করা হল।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোস্তাক উদ্দিন, সম্পাদক ধীমান রায়, পাপাই সরকার, দিব্যেন্দু ভুঁইয়া, বরুণ কুমার বিশ্বাসসহ আরো অনেকে।
BGTA এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে এলাকাবাসী। কম্বল পেয়ে খুশি এলাকার মানুষজন। অন্যদিকে খুশি BGTA এর সদস্যরাও।
No comments:
Post a Comment