উত্তরের গুণীজন সুকন্যা ভট্ট্যাচার্য
শুভাশিস দাশ
কথায় বলে না 'যে রাঁধে সে চুলও বাঁধে ' এই কথাটি একশ ভাগ মিলে গেছে উত্তরের বিশিষ্ট সংগীত শিল্পী সুকন্যা ভট্টাচার্য র সাথে ।
শৈশব থেকেই গানের প্রতি তার অদম্য ইচ্ছে বলেই বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে ঘরকন্যার কাজ সামলে নিয়েও রীতি মতো গানের চর্চা চালিয়ে যাচ্ছে । তাঁর কথায় শ্বশুর বাড়ির পুরো সাপোর্ট না থাকলে আমি এতদূর এগুতে পারতাম না ।
উত্তরের বিশিষ্ট শিল্পী নারায়ণ চন্দ্র সরকারের কাছে গানের তালিম নিচ্ছেন তিনি ।
এবার শ্যামা পুজো উপলক্ষে তাঁর গাওয়া শ্যামা সংগীত ইউটিউব চ্যানেলে দারুণ সাড়া ফেলেছে ।
আগামীতে আরো ভালো কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন শিল্পী । আমাদেরও শুভ কামনা রইলো ।
No comments:
Post a Comment