Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 17, 2020

উত্তরের গুণীজন সুকন্যা ভট্ট্যাচার্য

উত্তরের গুণীজন সুকন্যা ভট্ট্যাচার্য

শুভাশিস দাশ



কথায় বলে না 'যে রাঁধে সে চুলও বাঁধে ' এই কথাটি একশ ভাগ মিলে গেছে উত্তরের বিশিষ্ট সংগীত শিল্পী সুকন্যা ভট্টাচার্য র সাথে ।

শৈশব থেকেই গানের প্রতি তার অদম্য ইচ্ছে বলেই বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে ঘরকন্যার কাজ সামলে নিয়েও রীতি মতো গানের চর্চা চালিয়ে যাচ্ছে । তাঁর কথায় শ্বশুর বাড়ির পুরো সাপোর্ট না থাকলে আমি এতদূর এগুতে পারতাম না ।

উত্তরের বিশিষ্ট শিল্পী নারায়ণ চন্দ্র সরকারের কাছে গানের তালিম নিচ্ছেন তিনি ।

এবার শ্যামা পুজো উপলক্ষে তাঁর গাওয়া শ্যামা সংগীত ইউটিউব চ্যানেলে দারুণ সাড়া ফেলেছে ।

আগামীতে আরো ভালো কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন শিল্পী । আমাদেরও শুভ কামনা রইলো ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages