চিনপাই গ্রামে বিজেপির পথসভা
অভীক মিত্র, বীরভূম :
রবিবার বিকালে চিনপাই গ্রামের মনসাতোলা এলাকায় সিউড়ি - দুবরাজপুর গ্রামীণ সড়কের পাশে বিজেপির পথসভা অনুষ্ঠিত হয় । বর্তমান শাসকদল তৃণমূলকে তুলোধোনা করেন বীরভূম জেলার বিজেপির সহসভাপতি স্বরূপরতন সিনহা (রবি) ও জেলা কমিটির সদস্য সুকুমার নন্দি ।
কয়েকমাস পরেই হবে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপিকে জেতানোর আহবান জানান । স্বরূপরতন সিনহার বক্তব্য মন জয় করে নেয় বলে জানান বিজেপি কর্মী সমর্থকেরা ।
এদিনের পথসভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর 'বি' মণ্ডলের সাধারণ সম্পাদক মিঠুন দাস সহ বিজেপি কর্মী সমর্থকেরা ।
No comments:
Post a Comment