অনুষ্ঠিত হতে চলেছে চান্দামারী ক্রিকেট কমিটির পরিচালনায় চান্দামারী চাম্পিয়ন ট্রফি-২০২১
চান্দামারী প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের ক্রিড়াঙ্গণে আগামী ১৭ই জানুয়ারি চান্দামারী ক্রিকেট কমিটির পরিচালনায় ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযােগীতার আয়ােজন করা হয়েছে। বিগত বছরের মতন এবছর এই ক্রিকেট খেলাকে নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে। চলছে জোর কদমে প্রস্তুতি।
১৬ দলীয় এই ক্রিকেট খেলার নিয়ামাবলী সম্পর্কে চান্দামারী ক্রিকেট কমিটির সদস্য স্বরূপ কুমার ভৌমিক জানিয়েছেন- খেলায় অংশগ্রহনকারী দলকে প্রবেশ মূল্য হিসাবে ৩০০১/- টাকা জমা দিতে হবে । এই এন্ট্রি ফি দুই কিস্তিতে দেওয়া যাবে। তবে অগ্রিম বাবদ ১০০১/- জমা দিতে হবে।
এছাড়াও তিনি জানিয়েছেন- ১। এই খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত হবে । ২. প্রতিটি টিমকে নিজস্ব ব্যাট আনতে হবে । ৩. খেলা ১৬ ওভার করে হবে। ৪. টিমকে ১১ টার মধ্যে মাঠে উপস্থিত হতে হবে । ৫. খেলা আর্ন্তজাতিক নিয়ম অনুসারে হবে ।
অপর সদস্য সুশান্ত রায় জানিয়েছেন- খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার ট্রফি ও প্রাইজ মানি ২৫০০০/- টাকা দেওয়া হবে। রানার্স পুরস্কার ট্রফি ও প্রাইজ মানি ১৫০০০ টাকা । এছাড়া প্রত্যেক খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ দেওয়া হবে এবং বেস্ট বােলার,বেস্ট ব্যাটসম্যান ও ম্যান অফ দ্যা সিরিজও দেওয়া হবে ।
আগ্রহীরা নীচের নাম্বারে যোগাযোগ করতে পারেন খেলা সম্পর্কে বিস্তারিত জানতে-
যােগাযােগ- 7908045080 (স্বরূপ কুমার ভৌমিক)
8918931502 (সুশান্ত রায়)
No comments:
Post a Comment