যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এর ১৫৮তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জালিক আলোচনা সভা
সুজাতা ঘোষ , বাগডোগরা :
আজ শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ" এর মনোবিজ্ঞানমূলক শাখা "ফাইন্ড মাইন্ড" এর উদ্যোগে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ এর ১৫৮তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন স্কুলের ১১জন ছাত্র-ছাত্রীরা তাদের তরুন্যময় কণ্ঠে "আত্মবিশ্বাস গঠনে স্বামী বিবেকানন্দ এর ভূমিকা" বিষয়ে তাদের বক্তব্য দৃপ্তভাবে পেশ করে ।
অনুষ্ঠানের সভাপতির পদ আলোকিত করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ড. তাপস কুমার চ্যাটার্জী মহাশয় । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি ড. নীতা মিত্র মহাশয়া । উদ্বোধনী সংগীতের মাধ্যমে পরিবেশকে পবিত্রতা দান করেন তরুণ অধ্যাপক শ্রী সৌরভ দাস মহাশয়। অনুষ্ঠানের রেশ ধরে রাখেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয় । ছাত্রছাত্রীদের বক্তব্য এর সুচারু পরিচালনা করেন তরুণ অধ্যাপক শ্রী কনাদ দত্ত মহাশয় । অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবকগণ, বিভিন্ন স্কুলের একাধিক সন্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।
এই দিনের আলোচনা সভার শেষে অতিথিবৃন্দ সংস্থার আগামী আয়োজনগুলির প্রতি তাদের শুভ কামনা জানিয়েছেন ।
What is a casino? - Trick to Gamble
ReplyDeleteA casino is an 스포츠토토 윈윈 online gambling game 룰렛 게임 that's ㅇㄱㅂㄹ 후기 played by gamblers from across the 도박 365 world. casino slots, roulette, live 사설토토 중독 샤오미 dealer and bingo.