Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, January 29, 2021

রাজ্যের আংশিক সময়ের শিক্ষকরা আবেদন জানাতে এবার রাজভবনে

রাজ্যের আংশিক সময়ের শিক্ষকরা আবেদন জানাতে এবার  রাজভবনে 




বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণের দাবি সহ 6 দফা দাবি নিয়ে আজ কলকাতা রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের একদল প্রতিনিধি।


তবে রাজ্যপাল একটি মিটিং এ ব্যস্ত থাকায় এদিন সাক্ষ্যাৎ সম্ভব হয়নি। তবে পরবর্তিতে সাক্ষ্যাতের জন্য এদিন সংগঠনের পক্ষ থেকে একটি আবেদন পত্র জমা দেওয়া হয় বলে sptta সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানান।

সমীর কুমার দেওঘরিয়া জানান- এদিন আবেদনের সাথে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। স্মারকলিপিতে জানানো হয়েছে- "আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক।আমরা বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছি।আমাদের স্কুল ফান্ড থেকে খুবই কম সাম্মানিক দেওয়া হয়।আমরা চাই সরকার আমাদের স্থায়ীকরণ করে বাঁচার মতাে একটা ব্যবস্থা করুন৷এই জন্য আমরা সকলে একত্রিত হয়ে 2019 সালের শুরু থেকে বারবার সরকারের কাছে আমাদের স্থায়ীকরণের জন্য আবেদন করে আসছি৷ দয়াকরে আপনি আমাদের ৬০ বছরের স্থায়ীকরণ ও বাঁচার মতাে একটা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করুন, এই অনুরােধ করছি৷ সারা রাজ্যে আমাদের সংখ্যা প্রায় দশ হাজার জনআশাকরি আপনি এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন।"

এই স্মারকলিপির সাথে অন্যান্য ৬ দফা দাবীরও উল্লেখ করা হয়েছে। 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages