Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 25, 2021

The Frontliner of Inside Against the Threat from Outside- আন্তর্জালিক আলোচনা সভা

The Frontliner of Inside Against the Threat from Outside- আন্তর্জালিক আলোচনা সভা



সুজাতা ঘোষ,বাগডোগরা :

শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "Association for Liberal Learning and Research" এর উদ্যোগে গত রবিবার ২৪শে জানুয়ারি ২০২১ "The Frontliner of Inside Against the Threat from Outside" শিরোনামে  একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় ।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সহ-আধিকারিক ড. সুজিত পাল মহাশয়  ও বানীপুর গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন এর অধ্যাপক ড. অম্লান গাঙ্গুলী তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন । উভয়েই জীববিজ্ঞানের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তথ্যমূলক আলোচনা করেন যা ছাত্রছাত্রীদের কাছে খুবই সুচারুভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে তারা জানায়। 



এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয় ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েবিনারের আহ্বায়ক ড. চয়ন মন্ডল মহাশয় । সুললিত কণ্ঠে স্বাগত সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য শ্রী সৌরভ দাস মহাশয় ।ছাত্রছাত্রীদের কাছে পুরো বিষয়গুলোর মূলভাব সহজ করে পরিবেশন করেন সংস্থার সদস্য শ্রী কনাদ দত্ত মহাশয় ।

অনুষ্ঠানের মাঝেই এই সংস্থার পূর্ববর্তী দিনের অনুষ্ঠানে খুদে বক্তাদের নামে  উপহার ঘোষণা করেন সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র মহাশয়া । সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন সংস্থার সদস্যা ড. রাতুলা মুখার্জী পাল মহাশয়া ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার আরেক সদস্যা শ্রীমতি প্রিয়াঙ্কা মিত্র ।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, বিভিন্ন স্কুলের একাধিক সন্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages