বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ দিনহাটায়
বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটি, দিনহাটার পক্ষ থেকে গত ২৪ শে জানুয়ারী বিদ্যাসাগরের আবক্ষ ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হয়। আজ এই কমিটির পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
মদনমোহন পাড়া বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণিকা প্রকাশ করেন- কমিটির সভাপতি অধ্যাপক অসীত কুমার চক্রবর্তী।
উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক উদয় কুমার ভট্টাচার্য, স্মরণিকা উপসমিতির সম্পাদক শিক্ষক অনির্বাণ নাগ, প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল চন্দ্র রায় সরকার, দিনহাটা মহকুমা হাসপাতালের অধীক্ষক চিকিৎসক রণজিত মণ্ডল, অধ্যাপিকা দীপ্তি রায়, শিক্ষক জয়ন্ত চক্রবর্তী, কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুল হক, কোষাধ্যক্ষ ধনঞ্জয় চক্রবর্তী।
স্মরণিকা উপসমিতির সম্পাদক শিক্ষক অনির্বাণ নাগ জানান- 'চিরপ্রণম্য ‘ঈশ্বরের দ্বিশততম জন্মবর্ষে এবং তাঁর স্মরণীয় ও বরণীয় জীবনসমুদ্র থেকে এক আঁজলা জল শ্রদ্ধাভরে সংগ্রহ করার এক ক্ষুদ্র প্রয়াস এই ‘স্মরণিকা'। প্রকাশিত অক্ষরমালায় আমরা চেষ্টা করেছি এই মহাজীবনের বিপুল বিস্তৃত ব্যাপ্তিকে কিছুটা ছুঁয়ে দেখার, স্পর্শ করতে চেয়েছি হাতে বই আর ধুতি-চাদর পরা এক যুগপুরুষের পদযুগল। ‘স্মরণিকার পাতায় যে লেখাগুলাে চয়িত হয়েছে, সেগুলি কতটা মানােত্তীর্ণ হয়েছে সে বিচারের ভার পাঠকের। তবে সম্পাদকের কলমে শুধু এটুকুই বলতে পারি - সব লেখাতেই ঝরে পড়েছে ঈশ্বরের প্রাত নিঃস্বার্থ ভালােবাসা এবং নিখাদ শ্রদ্ধা।"
No comments:
Post a Comment