Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 17, 2021

ভোট কর্মীদের টিকাকরণের জন্য আসতে শুরু করল SMS,সমস্ত ভোটকর্মীদের নিতে হবে ভ্যাকসিন

 

ভোট কর্মীদের টিকাকরণের জন্য আসতে শুরু করল SMS,সমস্ত ভোটকর্মীদের নিতে হবে ভ্যাকসিন



এপ্রিলের মাঝামাঝিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা, দুই একেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি হবে নির্দেশিকা। এরই মাঝে স্বাস্থ্যমন্ত্রক থেকে ভোট কর্মীদের জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। 


স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটি চিঠিতে জানানো হয়েছে একটা বড় সংখ্যক ভোট কর্মী যুক্ত থাকবেন নির্বাচন প্রক্রিয়ায়। আর যে সকল ভোট কর্মী এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকবে তাদের একটি ডাটাবেস তৈরি করে coWIN অ্যাপ এ আপলোড  করতে বলা হয়েছে। 


আসন্ন বিধানসভা নির্বাচনে যে সকল ভোট কর্মী নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকবেন তাদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 


আর সেই মোতাবেক  ভোট কর্মীদের টিকাকরণের জন্য  CoWIN অ্যাপ এ রেজিস্ট্রেশন করা হচ্ছে। মূলত এবার যারা ভোটকর্মী হিসাবে দায়িত্ব পেতে চলেছেন, মূলত তাদের রেজিস্ট্রেশনই করা হচ্ছে বলে জানা গেছে। 


ইতিমধ্যে ভোট কর্মীদের মোবাইল নাম্বারে আসতে শুরু করেছে রেজিস্ট্রেশনের SMS. SMS এ বলা হয়েছে- "কোভিড -19 টীকাকরনের জন্য আপনার রেজিস্ট্রেশন সফলভাবে দাখিল করা হয়েছে। 36783820XXXXXX কোউইন সংক্রান্ত আরো কোন প্রশ্নের জন্য ক্লিক করুন https://www.cowin.gov.in/ এবং আমাদের হেল্পলাইন নম্বর এ যোগাযোগের জন্য ডায়াল করুন 1075  - CoWIN" 




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages