রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির 'ব্লাড মেটস'-র
করোনাকালে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দেখা দিয়েছে। আর রক্তের অভাবে অনেক রোগীই সমস্যার সম্মুখীন হয়েছে।এই সংকট কালীন পরিস্থিতি কাটিয়ে তুলতে নেমে পড়ছে একদল ছেলে মেয়ে। 'ব্লাড মেটস' ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশকিছু রক্তদান শিবির করেছে।
ব্লাডমেটসের কোচবিহার শাখার উদ্যোগে আজ অমরতলা বিবেকানন্দ ক্লাব চত্বরে রক্তদান উৎসব এবং ব্লিটারেসি অর্থাৎ ব্লাড গ্রুপ লিটারেসি ক্যাম্প আয়োজিত হল। রক্তদান উৎসবে আজ রক্তদান করলেন মোট ১৫২ জন রক্তদাতা। সাথে চলল দেদার আড্ডা ও গান।
রক্তদাতাদের উৎসবের পরিবেশে উদ্বুদ্ধ করে রক্তদান করবার জন্য এই উদ্যোগ বলে ব্লাডমেটসের তরফ থেকে প্রসেনজিৎ দাস ও কিঞ্জল দত্ত জানিয়েছেন, এবং এভাবেই সহায়তা পেলে তারা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের মত তারা কোচবিহারেও ক্যাম্প আয়োজন করবে বলে জানিয়েছে।
No comments:
Post a Comment