প্রকাশ পেল অভিজিৎ লাহিড়ীর মৌলিক গান 'তোমাতে হারাবো এই মন', দেখুন ভিডিও
গতকাল zee music bangla থেকে প্রকাশিত হয়েছে অভিজিৎ লাহিড়ীর মৌলিক গান 'তোমাতে হারাবো এই মন'। গানটি প্রকাশ হয় zee music bangla ব্যানারে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অভিজিৎ লাহিড়ী। অভিজিৎ লাহিড়ী পেশায় শিক্ষক। মালদা জেলার গাজলের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন অভিজিৎ। গানটির মিউজিক করেছেন অজিত সরকার। অজিত সরকার নিজে একজন খুব ভালো গায়ক। অজিত সরকার ডিডি বাংলার শিল্পী। গায়ক অজিত সরকারের নিজের স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। মিউজিক্যল ভিডিও নির্মাণ করেছেন সমীর সিংহ। গানটিতে অভিনয় করছেন পঙ্কজ প্রাসাদ ও প্রিয়া সরকার।
গানটিতে ফুটে উঠেছে একটি মিষ্টি প্রেমের গল্পঃ। বন্ধুত্ব ও প্রেমের সুন্দর মেলবন্ধন দেখানো হয়েছে গানটিতে। পঙ্কজ প্রসাদ ও প্রিয়া সরকার খুব সুন্দর অভিনয় করেছেন। ডিরেক্টর সমীর সিংহের পরিচালনায় গানটিতে প্রেমের গল্পটি সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।
অভিজিৎ লাহিড়ীর লেখা ও সুর করা গান এর আগেও অনেক গুলি চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে। কিন্তু এটাই তার নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান। অজিত সরকারের কাছে গান শেখেন অভিজিৎ লাহিড়ী।
গানটি জী মিউজিক থেকে প্রকাশ পাওয়ায় গানটির সথে জড়িত সকলে খুব আনন্দিত। অভিজিৎ লাহিড়ী সকলের আশীর্বাদ পর্থনা করে যাতে পরবর্তীতে আরো ভালো গান সকলকে উপহার দিতে পারে।
No comments:
Post a Comment