Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, March 1, 2021

এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ এর উদ্যোগে রমণ ইফেক্ট এর সম্মানে জাতীয় বিজ্ঞান দিবস পালন

এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ  এর উদ্যোগে রমণ ইফেক্ট এর সম্মানে জাতীয় বিজ্ঞান দিবস পালন 



সুজাতা ঘোষ , বাগডোগরা :

বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ড. সি ভি রমণ এর ঐতিহাসিক আবিষ্কার "রমণ ইফেক্ট" এর সন্মানে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস | শিলিগুড়ির বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ " এর উপস্থাপনায় গত রবিবার,২৮শে ফেব্রুয়ারী ২০২১,একটু অন্যরকম ভাবে এই দিনটিকে পালন করলেন সংস্থার সদস্যরা ।

তথাকথিত বিজ্ঞান শাখার না হয়েও বিজ্ঞানের শখ রাখা মানুষদের সাথে এইদিন বিজ্ঞান এর প্রতি ভালোবাসা ও বৈজ্ঞানিক পরিবর্ধন নিয়ে এক ঘরোয়া আলোচনার ব্যবস্থা করা হয় । অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সভাপতি শ্রী দীপঙ্কর ঘোষ মহাশয়, প্রবীণ এই বিজ্ঞানবোদ্ধা তাঁর নতুন প্রজন্মকে বিজ্ঞানকে বাহন করার আহ্বান জানান । এরপর বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরুণ ছাত্র শ্রীমান প্রশান্ত কুমার বিশ্বাস । রাজনীতি ও বৈজ্ঞানিক আবিষ্কারের পরস্পর ঘাত - প্রতিঘাতের একটি সুন্দর আলোচনা করেন তিনি | উভয়ের বক্তব্যকে অভিবাদন জানিয়ে সুচিন্তিত মতামত রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক, IISER এর পোস্ট ডক্টরাল ফেলো তথা তরুণ বিজ্ঞানী ড. দীপান্বিতা ভট্টাচাৰ্য মহাশয়া ।



 এরপর অনুষ্ঠানের সবচেয়ে চমৎকার সময় কাটে আগত অতিথিদের নিজস্ব মতামত চর্চাকালে । মত বিনিময় করেন রসায়ন এর বিশিষ্ট অধ্যাপক ড. সুভাষ চন্দ্র ভাট মহাশয়, ট্রিনিটি কলেজের অধ্যক্ষ্যা ড. পারমিতা দেপালিত মহাশয়া, সংস্থার সহ সভাপতি ড. নীতা মিত্র মহাশয়া, সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয়, সংস্থার বিশিষ্ট সদস্য ড. নিত্যগোপাল মন্ডল মহাশয় ও ড. রাতুলা মুখার্জি পাল মহাশয়া ও অধ্যাপক সদর শেখ মহাশয় ।

 অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয় IIA এর পোস্ট ডক্টরাল এর রিসার্চ ফেলো তরুণ বিজ্ঞানী ড. চয়ন মন্ডলের বক্তব্য দিয়ে । কুসংস্কারমুক্ত মনে জীবন ও জগতের প্রত্যেক মুহূর্তকে ইতিবাচক প্রশ্নের মধ্যে দিয়ে বিচার ও গ্রহণ করতে শেখাই যে বিজ্ঞানমনষ্কতা, সেকথা বারবার এই আলোচনায় ফিরে এসেছে , বিশেষ জ্ঞানের এই যোগাযোগ সকল শিক্ষামূলের প্রাথমিক উপাদান ও আগামী প্রজন্মকে সেই পরিপূর্ণতা দেওয়ার অঙ্গীকার নিয়েছে এই সংস্থা ।

 সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সদস্যা শ্রীমতি প্রিয়াঙ্কা মিত্র মহাশয়া । সাহিত্য -বিজ্ঞান - বিভিন্ন শিক্ষাচৰ্চার দৈনন্দিন অনুরাগের ছোঁয়া নিয়ে অনুষ্ঠানের মৌতাত ছিলো মনোরম ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages