Latest Bengali News Portal

Post Top Ad

Your Ad Spot

Friday, March 12, 2021

চারুকলার প্রর্দশনী আলো করে প্রকাশ পেল সৌমিতার ছবি ও এক ঝাঁক আলোকচিত্র

চারুকলার প্রর্দশনী আলো করে প্রকাশ পেল সৌমিতার ছবি ও এক ঝাঁক আলোকচিত্র




বাঁধা বিধির বেড়াজাল কে বুড়ো আংগুল দেখিয়ে কবেই বাঁধন হারা হয়া ও যে মুক্তির আরেক নাম তা বলেদিয়েছে সৌমিতা সাহার Aberrant ছবি। চারুকলার প্রর্দশনী আলো করে এবার ছিল সৌমিতার Aberrant ছাড়াও রোমান্টিক চাকোল পেইন্টিং Embossing Dusk। 

বসন্তের আবাহনে রোমান্টিকতার পরশ জাগিয়ে মাতিয়ে রাখে সৌমিতার Embossing Dusk. চারুকলা শিল্প গোষ্ঠীর প্রর্দশনী তে ছিল বেশ কিছু অনবদ্য আলোকচিত্র। প্রর্দশনী আয়োজিত হয় আল্তামীরা আর্ট গ্যালারিতে। আলোকচিত্রের সমাহারের মধ্যে অর্ণব মুখোপাধ্যায়ের কালো সাদার উপরে কাজ প্রশংসনীয়। Realistic ছবির আঙ্গিকে অর্ণবের ছবি ভাষা পায় আলাদা মাত্রায়। 


সৌমিতা টলি পারার বিখ্যাত গায়িকা হওয়ার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের একজন সঙ্গীতজ্ঞ। সৌমিতার ছবি সম্প্রতি আমেরিকার পোর্ট ল্যান্ডের আর্ট মিউজিয়াম অন্তর্ভুক্ত আর্টরীচ গ্যালারিতে প্রর্দশিত হয়েছে। দেশের প্রথম সারির শিল্পীদের মধ্যে সুপ্রতিষ্ঠিত চিত্রকর সৌমিতা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মল্লার ঘোষ ও মল্লিকা দেবী, নৃত্য শিল্পী ও আইন জীবি মেঘ সায়ন্তনী ঘোষ, নাট্য ব্যক্তিত্ব অমিত সরকার। তারকাদের মাঝে অসামান্য চিত্রকর পল চিরঞ্জিতের উপস্থিতি ছিল এক অসামান্য প্রাপ্তী।

সৌমিতার Aberrant এর মত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে Embossoming Dusk। ছবিটি কে প্রথম দেখায় ফোটোগ্রাফি বলে ভুল হয়ে যায় অনেকেরই। এমন মনকারা পার্ফেক্শন দেখিয়ে শিল্পী নিজের পারদর্শিতার ছাপ রেখেছেন। চারুকলা শিল্প গোষ্ঠীর কর্ণধার দের আয়োজনে নৈপুণ্যে ও আন্তরিকতা প্রশংসনীয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages