বসন্ত উৎসব পালিত হলো দিনহাটায়
প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব দিনহাটা সংহতি ময়দানে আমরা সবাই এর পরিচালনায় ও ব্যাবস্থাপণায়।
কমিটির সদস্য আকাশ সাহা বলেন ," এবছর আমাদের অনুষ্ঠান দ্বিতীয় বছরে পড়লো, ভোটের আগে যখন দিনহাটার পরিবেশ উত্তপ্ত সেই দিনহাটা কে আরেকবার নতুন করে ভালো বাসার রঙে রাঙিয়ে তুলতেই এই উদ্যোগ, আট থেকে আসি সকলেরই উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো"।
No comments:
Post a Comment