Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 13, 2021

প্রকাশিত হলো প্রাচীন মন্দির বিষয়ক গবেষণাধর্মী পুস্তক

প্রকাশিত হলো প্রাচীন মন্দির বিষয়ক গবেষণাধর্মী পুস্তক



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ 

প্রকাশিত হলো গবেষক অধ্যাপক ড.শান্তনু পান্ডা ও ইন্দ্রদীপ সিনহার গবেষণাধর্মী পুস্তক প্রাচীন মন্দির ও সেবাইত। সোমবার বিকেলে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় মুক্তমঞ্চে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে তে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও শিক্ষাবিদ ড.মধূপ দে, বিশিষ্ট মন্দির গবেষক চিন্ময় দাশ, কবি ও সম্পাদক সিদ্ধার্থ সাঁতরা, বইটির প্রকাশনা সংস্থা আই সোসাইটির কর্ণাধার কবি সৌমিত্র রায়, সাহিত্যিক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল সহ অন্যান্যরা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তনু পান্ডা। সঙ্গীত পরিবেশন করেন রত্না দে ও পারমিতা সাউ,নৃত্য পরিবেশন করেন রুবি রায়। 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাষ জানা, শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, লেখিকা শিক্ষিকা অনামিকা তেওয়ারি,অধ্যাপিকা রুবি আদক,কবি মৃত্যুঞ্জয় জানা, চিত্রশিল্পী নরসিংহ দাস, সমাজসেবী গৌতম বোস, কান্তা বসু, নরোত্তম দে, পিন্টু সাউ, মানোয়ারা বেগম, শিক্ষক গৌতম ভকত উদ্বোধক ও অতিথিরা দুই লেখকের ক্ষেত্র সমীক্ষা বিষয়ক এই বইটির প্রশংসা করেন এবং এও বলেন এই বই থেকে অনেক অজানা তথ্য জানতে পারবো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages