বর্তমানে ইনভেস্ট করার সবথেকে ভালো ক্ষেত্র হচ্ছে LIC -কেন? জেনে নিন
আগের পোস্টে আমরা ইন্স্যুরেন্সের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা LIC কেন করব তা নিয়ে আলোচনা করব। চব্বিশটি লাইফ ইন্সুরেন্স কম্পানি ভারতে আছে, তাদের মধ্যে দু-একটি বাদে সবগুলো বিদেশি কোম্পানি । ভারতে ১০০টি লাইফ ইন্সুরেন্স বিক্রি হলে তার মধ্যে ৬৬.২২টি LIC - র । LIC - র কাছে বর্তমানে পৃথিবীর সবথেকে বেশি গ্রাহক আছে, ৩০ কোটি পলিসি হোল্ডার এবং ৪০ কোটি পলিসি LIC -র কাছে আছে ।
Claim Settlement Ratio তে LIC ভারতের সবার আগে । LIC -র claim settle ration ৯৬.৬৯% । Government of India - র Backbone হচ্ছে LIC । ভারতীয় রেল , ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে LIC বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে । Funding - এর অভাবে যখন গুজরাটের জামনগর ও ভারতের সবথেকে বড় Oil refinery তৈরি হওয়া আটকাচ্ছিল তখন LIC সেখানে Funding করেছিল ।
২০২০-২০২১ Financial year - এ ২.২২ crore claim LIC settle করেছে। যারা আর্থিক মূল্য ১.৩৫ লাখ কোটি ।
Join Our Whatsapp Group:এমন একজন কেউ খুঁজে পাওয়া মুশকিল যে LIC -তে সন্তুষ্ট নয় ; এর সব থেকে বড় কারণ তা হচ্ছে Government Guarantee যা একমাত্র LIC এর কাছেই আছে আর কারো কাছে নেই। LIC তে Government of India মোট ১০০ কোটি টাকা ইনভেস্ট করেছে আর LIC - র থেকে নিয়েছে ২৬ হাজার কোটি টাকা । LIC এর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ কোটি টাকা । LIC -র সমস্ত গ্রাহক একদিনে মরে গেলেও LIC সবার claim settle করে দিতে পারবে । সবশেষে এটাই বলতে চাই যে, বর্তমানে ইনভেস্ট করার সবথেকে ভালো ক্ষেত্র হচ্ছে LIC ।
- পরবর্তী পোস্টে আমরা LIC vs PPF, mutual Fund নিয়ে আলোচনা করব ।
LIC সংক্রান্ত যে কোনো দরকারে আমার সঙ্গে যোগাযোগ করুন -
Bishal Bagchi
Govt. Authorized Pension Planner
Contact Me-8617641225
No comments:
Post a Comment