Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 22, 2021

কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত বড়জোড়ার বিস্তীর্ণ এলাকার কৃষকরা

কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত বড়জোড়ার বিস্তীর্ণ এলাকার কৃষকরা



রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,22এপ্রিল: নববর্ষের শুরুতেই কালবৈশাখীর দাপট বাঁকুড়ার বিভিন্ন এলকায় । বুধবার সন্ধ্যা নাগাদ জেলার ভিবিন্ন প্রান্তে আছড়ে পড়ে কালবৈশাখী, পাল্লা দিয়ে বাড়তে থাকে ঝড়ো হওয়া এবং শীলা বৃষ্টির তাণ্ডব । 

জেলার বড়জোড়ার বিস্তীর্ণ এলাকায় প্রবল আকার নেয় কালবৈশাখী। যার যেরে ব্যাপক হারে শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের জমি এবং সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত বড়জোড়ার বিভিন্ন এলাকায় । 

ওই এলাকারই  মুরতাজ মন্ডল নামে এক ভাগ চাষী বলেন,  আমি ৩০ বিঘা মিনিকেট ধান চাষ করেছিলাম সব শেষ হয়ে গেল। খুব কষ্ট করে ধান চাষ করেছিলাম। ৭৫ ভাগ ধান নষ্ট হয়ে গেছে। এরপর কি করে সংসার চালাবো বুঝতে পারছি না। 



এছাড়াও অন্যান্য চাষীরা  জানান ধান সহ অন্যান্য আরো সব সব্জী ফসল নষ্ট হয়ে গেছে এমনিতেই জিনিসের দাম আকাশ ছোঁয়া , তার উপর এই ক্ষতি আমাদের খুবই সমস্যায় ফেলেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages