Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 30, 2021

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ‘অনলাইন টিচিং’ সংস্থার আহ্বান

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ‘অনলাইন টিচিং’ সংস্থার আহ্বান




নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর, উত্তর ২৪পরগণা: আগামী ২৫শে বৈশাখ ১৪২৮ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঠাকুরনগর ‘অনলাইন টিচিং’ সংস্থার উদ্যোগে ‘কবির জন্য’ একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। গতবছর লকডাউন শুরু হবার থেকে ঘরে বসেই উচ্চপ্রাথমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে সেইদিকে লক্ষ্য রেখে ঠাকুরনগরে প্রতিষ্ঠিত হয় ‘অনলাইন টিচিং’ সংস্থাটির। 


সংস্থাটির পরিচালক গবেষক ও শিক্ষক অরূপ মজুমদার জানান যে- গত ১৮ই মে ২০২০ ‘অনলাইন টিচিং’ সংস্থাটি কালাঞ্চি জুনিয়র বেসিক স্কুলের শিক্ষকমণ্ডলী সমরকান্তি মণ্ডল, চিত্তরঞ্জন মণ্ডল, মলয়কান্তি বিশ্বাস এবং শিক্ষক অক্ষয় ঢালী ও তুহিন সরকার মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে। এছাড়াও প্রথম থেকেই অজয় নিয়োগী, গোপাল ভদ্র, মানস ঘোষ, পিনাকী হালদার, সাগর বিশ্বাস, পঙ্কজ কাশ্যপি, বাবুলাল সরকার, বিতেন সরকার, সুকুমার মণ্ডল, গোবিন্দ চন্দ্র বল, দেবব্রত মণ্ডল, নবকুমার বসু, শুভঙ্কর মণ্ডল, কমল পাল, ঝুম্পা চ্যাটার্জি, রত্না সাহা, মৌসুমী বিশ্বাস, শেফালি মুণ্ডা, চান্দ্রেয়ী ভৌমিক, মাধবী গাইন, আগ্নিস সমাদ্দার, দেবযানী রায়, শিবশঙ্কর মাইতি, উদয়শঙ্কর সরকার, কুহু দে, শিপ্রা দাস, শিউলি দে, শুভায় দাস, পথহারা রায়, লিপিকা সোম, সায়ন্তনী রায়, প্রতিমা দাস, তৃপ্তিকণা সরকার, কেয়া গাইন প্রমুখ শিক্ষক শিক্ষিকারা এখনো নিরলস পরিশ্রম করে চলছেন। পরবর্তি সময়েও এই সংস্থায় যোগ দিয়েছেন অনেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, যাদের প্রতিনিয়ত প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতায় দিনে দিনে ‘অনলাইন টিচিং’ প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে চলছে। 


সংস্থার নির্দিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তৈরি করে সকল শিক্ষক- শিক্ষিকা প্রতিদিন প্রাথমিক পাঠ্যসূচি অনুযায়ী পাঠ তৈরি করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের কাছে। এক্ষেত্রে স্মার্টফোন নেই এমন অভিভাবকরা সমস্যায় পরেছেন। তাই তাদের কথা ভেবে শিক্ষক অরূপ মজুমদারের তত্ত্বাবধানে গাইঘাটা ব্লকের বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছেন অনেক প্রাথমিক শিক্ষক- শিক্ষিকা।

বর্তমান সময়ে গাইঘাটা চক্রের শিক্ষক- শিক্ষিকাদের সহযোগিতায়, সারা গাইঘাটা ব্লকের প্রায় ২৫০ শিক্ষার্থী অফলাইন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করছে সপ্তাহে ২-৩দিন। যার মুল লক্ষ্য পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেন এই করোনা আবহে হারিয়ে না যায়। এই আর্থিক মন্দাতে যেন তাদের পড়াশুনোটা চালিয়ে নিয়ে যেতে পারে ইত্যাদি। সেই সাথে গ্রামে গ্রামে চালু হয়েছে ‘চলো পড়ি কর্মসূচি’, সাথে সাথে গ্রামের মায়েদের ‘তথ্য ও প্রযুক্তি’ প্রশিক্ষণ শিবির, গ্রামের মেয়েদের ক্যারাটে ও যোগা প্রশিক্ষণ শিবির, মায়েদের বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণ ইত্যাদি। সবটাই চলছে বেসরকারি উদ্যোগে এবং কোভিড বিধি মেনে।

অন্যদিকে, বিভিন্ন অনলাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের সবসময়ই শিক্ষামুখী করে রাখবার প্রচেষ্টায় নিয়োজিত করেছে। যেমন- সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষার্থীরা ‘শিশু শিক্ষক প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করেছেন, গান্ধীজয়ন্তী উদযাপন, বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছেন। সবটাই হয়েছে ভিডিও রেকর্ডিং, ওয়াটসঅ্যাপ এর মাধ্যমে লেখা জমা, গুগল মিটের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে। বিজয়ীদের পুরস্কৃতও করা হয়েছে। এই প্রতিযোগিতাগুলোতে প্রায় ৩০০ শিক্ষার্থী পশ্চিমবাংলার বিভিন্ন প্রথমিক স্কুল থেকে অংশগ্রহণ করেছে। আবার, শিক্ষক- শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ে আগ্রহী করে তুলতে, বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সেমিনারের আয়োজন করে চলেছে।

এবছরও কোভিড বিধি মেনে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে। ‘কবির জন্য’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত, কবিতা এবং নৃত্য আহ্বান করছে ‘অনলাইন টিচিং’ সংস্থা। শিক্ষক শিক্ষিকারা তাদের কার্যপ্রণালী সংস্থার এডমিন ওয়াটসঅ্যাপ নম্বর ৮৬৯৭৭১৬৯৮৩ তে পাঠাতে পারেন। সমস্ত কার্যপ্রণালী একত্রে করে একটি এলবাম প্রকাশিত হবে, যে এলবামটি সংস্থার ইউটিউব চ্যানেলে সংরক্ষিত থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages