এগারো হাজার ভোল্টের শক খেয়ে মৃত্যু এক ব্যক্তি সহ গরুর
মধুসূদন রায়, ময়নাগুড়িঃ ময়নাগুড়ির জোরপাকড়ি এলাকায় বৈদ্যুতিক শক লেগে একব্যক্তি ও গরুর মৃত্যুর ঘটনা ঘটলো শুক্রবার । মৃত ওই ব্যক্তির নাম গৌড় চাঁদ মন্ডল (৬২)।
এদিন শুক্রবার সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা ইলেকট্রিক তার ঠিক করতে এলাকায় এসে কোন রকম ভাবে ইলেকট্রিকের তার ঠিক করে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায় বলে অভিযোগ। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে জোরপাকড়ি এলাকার গৌড় গ্রামে এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তার সেভাবে সংযোগ করা হয়নি। যার ফলে ওই এলাকায় গৌড় চাঁদ মন্ডলের ছোট একটি পুকুরে আচমকা বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেখানে তার গোরু জল খেতে নামলে বৈদ্যুতিক শক খেয়ে মারা যায়। গৌড় চাঁদ মন্ডল ওই গোরুকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যান বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিস। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
No comments:
Post a Comment