বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল
ওয়েব ডেস্কঃ
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।
ঘটনায় প্রকাশ ছাত্রীদের হোস্টেলের সামনে গত সোমবার হোলির দিন এ ঘটনা ঘটে। ওই দিন হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল করেন একদল ছাত্র। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
এরই মধ্যে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।
source: zeenews

No comments:
Post a Comment