Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 19, 2021

আমার ভাইকে বাঁচান-করুন আর্তি দাদার

আমার ভাইকে বাঁচান-করুন আর্তি দাদার 


সুজন দত্ত রায়


এক ১৯ বছরের কলেজ পড়ুয়া, যে কলেজে পড়ত, জমিতে হাল ধরত, জমিতে ধানের বীজ ছড়াতো, আর সেই বীজের শস্য চলে যেত আমার-আপনার পেটে। ছেলেটি স্বপ্ন দেখতো একদিন পুলিশের উর্দি পরে ডান্ডা হাতে ঠান্ডা করবে বেয়াদপ ব্যাটাদের। সেই মতো প্রস্তুতি চলছিল পুলিশের চাকরির পরীক্ষার। ছেলেটির স্বপ্ন শেষ হয়ে গেল, ছেলেটির প্রাণ শেষ হওয়ার পথে। আপনাদের একটু সাহায্য বাঁচিয়ে দিতে পারে 'আমার ভাইকে'-এমনি কাতর আর্তি জানালো  বীরপাড়ার এক অসহায় দাদা। 


দাদা বনদীপ দত্ত রায়  জানিয়েছেন-"আমার ভাই সুজন দত্ত রায়ের, গত ২৪ মার্চ (বুধবার) বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার পথে বীরপাড়া 'রিলায়েন্স পেট্রোল পাম্প'এর সামনে অ্যাকসিডেন্ট হয়। ১৪ চাকাওয়ালা আলু বোঝাই ট্রাক ভাইয়ের ডান পা পিষে দেয়। ভাইকে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে কোচবিহার এবং পরে পাটনায় নিয়ে যাওয়া হয়। ভাই বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এখনও পর্যন্ত ভাইয়ের চিকিৎসা বাবদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি, বন্ধক, ধারের জায়গা গুলো ফুরিয়ে গেছে। দুটো অস্ত্রোপচার হয়েছে পায়ে, আরও দুটো বাকি।" 

সকল সহৃদয় মানুষের কাছে দাদার কাতর আর্তি  "আমি অসহায় এক দাদা দাঁড়িয়ে আছি। করজোড়ে মিনতি রইলো সকলের কাছে, দয়া করে নিজের সাধ্যমত একটু এগিয়ে আসুন। চিকিৎসার জন্য দরকার অনেক টাকার। স্বপ্ন শেষ হয়ে গেলেও, ভাইয়ের চলার পথটুকু যেন থেমে না যায়। আমার ভাইটা যেন বেঁচে থাকে।"

প্রসঙ্গত ঘাতক গাড়িটি থানায় রয়েছে। মালিকপক্ষ থেকে ৬০ হাজার টাকা সাহায্য দিয়েছে। গাড়ির চালক পলাতক।


ঠিকানা চাঁপাতালি (১নং), পোস্ট : বীরপাড়া, থানা জেলা : আলিপুরদুয়ার, জেলা :- আলিপুরদুয়ার, পিন :- 736121 

সাহায্য করতে-

Account Number : 0238010744799

IFSC CODE : UTBI0ALD225

( Alipurduar Branch, United Bank Of India )

Account Holder Name :- Moumita Datta Ray

Google pay number : #9679426738 (BanadeepDattaRay)


কোনো তথ্য জানতে 8944997390 এই নম্বরে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages