Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 24, 2021

হকারদের তালিকায় ভ্যাকসিন নিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যর স্ত্রী!

 হকারদের তালিকায় ভ্যাকসিন নিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যর স্ত্রী!



গয়েরকাটা,জয়ন্ত বর্মন :: গোটা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে সোমবার ফের ধূপগুড়ির সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতেও শুরু হলো করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার কাজ।যেখানে এদিন তালিকায় নাম থাকার কথা মাছ বিক্রেতা,হকার, মুদির দোকান টোটো চালক সবজি বিক্রেতার। এতদূর পর্যন্ত সবটাই ঠিকঠাক চলছিলো।কিন্তু আচমকাই ভ্যাকসিন চলাকালীন লক্ষ্য করা যায় গ্রাম পঞ্চায়েত তরফে যেই তালিকা করা হয়েছে সেই তালিকায় রয়েছে বিজেপি এক পঞ্চায়েত সদস্য দীপু মন্ডলের স্ত্রী মিতা পালের নাম।যিনি রীতিমতন বসে ভ্যাকসিনও নিলেন। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যেখানে এখনো পর্যন্ত অসহায় মানুষ ভ্যাকসিন পায়নি। বিভিন্ন সাস্থ্য কেন্দ্রের মধ্যে হন্যে হয়ে ঘুরছেন। তার মধ্যে এদিন সাকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের এই ধরনের অসচ্ছ তালিকা প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও দীপু মন্ডলের দাবি তার স্ত্রী একজন হকার সেই মোতাবেক ভ্যাকসিন নিয়েছে।


প্রসঙ্গত,কিছুদিন আগেই ধূপগুড়ি ব্লক সাস্থকেন্দ্রে এক বালি- পাথর ব্যবসায়ীকে হকার বলে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ঘটনার তদন্ত শুরু করেছিলেন জেলা শাসক কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। তারপরও ফের এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাকোয়াঝোড়া-১ উপ - স্বাস্থ্য কেন্দ্রে।


নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান যে পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে উপযুক্ত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা না করে নিজেদের কাছের লোকেদের নাম ভ্যাকসিনের লিস্টে ঢুকিয়ে দিয়েছেন। 


সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোধ ওরাও কে জানান, গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতরা য়েভাবে নাম জমা দিয়েছেন, সেই নাম পাঠানো হয়েছে। আমাকে কেউ এখন ও পর্যন্ত অভিযোগ জানায় নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।


যদিও ঘটনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ধূপগুড়ি পুরসভার উপ-পৌরপিতা রাজেশ কুমার সিং।রাজেশ বাবু বলেন,ঘটনার তদন্ত হওয়া উচিৎ প্রশাসনকে বলবো তদন্ত করে ব্যবস্থা নিতে। সরকারি যেভাবে তালিকা করতে বলা হয়েছে সেই তালিকা অনুযায়ী ভ্যাকসিন নিতে হবে। সে কোনরকম স্বাস্থ্যকর্মী বা করোনা যোদ্ধা হয় প্রথম তালিকার তবেই ভ্যাকসিন নিতে পারবে। তা না হলে পুরোপুরিভাবে এটা বেআইনি। ঘটনা তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা দাবি করছি।


উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত থেকে ভ্যাকসিনের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে বেশ কিছু ভুয়ো নাম দিয়ে ভুয়ো জীবিকার কথা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। যেমন যারা হয়তো হকার নয় তাদের নাম হকার লিস্টে রয়েছে।আবার পানের দোকানদারদের মুদির দোকানদার বানিয়ে দেওয়া হয়েছে তালিকায়।একই কায়দায় অনেকেই হয়ত টোটো চালক নয় যাদেরকে টোটো চালক এর তালিকায় নাম দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শাসক ও বিরোধী দুই গোষ্ঠীর লোকেরাই রয়েছে সেই তালিকায় এমনটাই অভিযোগ।

এ বিষয়ে ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপি পঞ্চায়েত সদস্য দীপু মন্ডল বলেন, আমার স্ত্রী হকারি করে তাই ভেকসিন নিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages