অসহায় দুঃস্থ পরিবারের পাশে মানবিক মুখ নিয়ে হাজির ধূপগুড়ি পৌরসভা
ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :: ধূপগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণ দাসের তিন বৎসরের শিশু কন্যা বিরল রোগে আক্রান্ত। চিকিৎসা করার মত পরিস্থিতি নেই পরিবারের। এর পরেই ধূপগুড়ি পৌরসভা দ্বারস্থ হন ওই পরিবারের সদস্যরা।
সেই খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়,এরপরই তার বাড়িতে যান একাধিক জনপ্রতিনিধিরা কিছুটা সাহায্য পেলেও সমস্যার সমাধান হয়নি তিন বছরের শিশু কন্যার । পরবর্তীতে পৌরসভার ভাইস চেয়ারম্যান বিষয়টি জানার পর সমস্ত রকম চিকিৎসার জন্য ব্যবস্থা নেন ।
বর্তমান করোণা পরিস্থিতিতে সংকট ময় অবস্থায় আবারো পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে ওষুধের জন্য আবেদন করে শিশু কন্যার বাবা কৃষ্ণ দাস।
সেই খবর শুনে ভাইস চেয়ারম্যান যোগাযোগ করেন দিনহাটার এক চিকিৎসকের সঙ্গে বিষয়টি জানানো হলে শনিবার সকালে ওই চিকিৎসক কৃষ্ণ দশের বাড়িতে আসেন । শিশুর পরিবারের সঙ্গে কথা বলে বেশ কিছু ওষুধ লিখে দেন। সেই ওষুধ পুরসভার ভাইস চেয়ারম্যান সংগ্রহ করে ওই কিশোরীর পরিবারের হাতে তুলে দিলেন ।
শিশু কন্যার বাবা কৃষ্ণ দাস জানান, মেয়ের ওষুধ শেষ হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং কে ফোনের মাধ্যমে বিষয়টি জানাই এরপরই দিনহাটার এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে সেই চিকিৎসক আজ আমার বাড়িতে এসে মেয়েকে দেখে যান এবং কিছু ওষুধ লিখে দেন সেই ওষুধ পৌঁছে দিলেন পুরসভার তরফে। এদিন মেয়ের জন্য ওষুধ মেলায় কিছুটা স্বস্তি বোধ করছেন শিশুর পরিবার।
No comments:
Post a Comment