Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 22, 2021

৯৮ আর ৮৮ শুধুই সংখ্যা- করোনাকে জয় করে হাসিমুখে বাড়ি ফিরলো দিনহাটার সাহা দম্পতি

৯৮ আর ৮৮ শুধুই সংখ্যা- করোনাকে জয় করে হাসিমুখে বাড়ি ফিরলো দিনহাটার সাহা দম্পতি



করোনার দ্বিতীয় ঢেউ বয়স্ক মানুষের কাছে সব থেকে বড় আতঙ্কের। করোনা মহামারী যেনো নবীনদের কাছ থেকে প্রবীনদের কেড়ে নেওয়ার এক লড়াই। কিন্তু ব্যতিক্রমী দিনহাটার এক বৃদ্ধ দম্পতি।  

গত ৫ই জুন করোনা পজিটিভ হয়েছিলেন ৯৮ বছর বয়সী শ্রী কালী শংকর সাহা ও তার ৮৮ বছর বয়সী স্ত্রী শ্রীমতী গিতা রাণী সাহা সহ পরিবারের মোট ৬ জন সদস্য। একজন ৮ বছর বয়সী বাচ্চা ছেলেও ছিলো সেই পজিটিভ তালিকায়। বয়স জনিত কারনে কিছু শারীরিক সমস্যা নিয়ে বৃদ্ধ দম্পতিকে ভর্তি করানো হয়েছিল দিনহাটা কোভিড হাসপাতালে। গতকাল ১৩ দিন পর তারা দুজনেই করোনা কে জয় করে ফিরে এসেছেন নিজ গৃহে। স্বভাবতই এলাকা জুড়ে খুশির পরিবেশ।

ইতিমধ্যেই বৃদ্ধ দম্পতির পাশাপাশি পরিবারের আর বাকি প্রত্যেকেরই করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। আপাতত তারা সকলেই ভালো আছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

যাদের অক্লান্ত পরিশ্রম ও সেবায় বৃদ্ধ দম্পতি করোনাকে জয় করে আবারও সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দিনহাটা সাহেবগঞ্জ রোডের সাহা পরিবার। 

যারা বয়সে অনেক প্রবীণ তাদের ক্ষেত্রে করোনা মানেই যে মৃত্যু নয় তা আবারও প্রমানিত। সচেতনতা ও সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে যে কোনো বয়সেই করোনা তথা যে কোনো কঠিক রোগকেই হারিয়ে দেওয়া সম্ভব- ৯৮ এবং ৮৮ বছরের সাহা দম্পতি করোনাকে হারিয়ে সেই বার্তাই  দিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages