আপনার মতামত জানতে চায় শিক্ষাদপ্তর -মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ভাবছেন আপনি?
করোনা সংক্রমণের জেরে টালমাটাল সারা দেশ। শিক্ষাক্ষেত্রে যার প্রভাব খুবই জাঁকিয়ে বসেছে। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল- কলেজ। ২০২০-র মাধ্যমিক পরীক্ষা হলেও শেষ করা যায়নি উচ্চ মাধ্যমিক। এবার একুশের মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও ছিল জোর জল্পনা। জুনে হওয়ার কথা ছিল মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে প্রথমে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জুনে কোনও পরীক্ষা হচ্ছে না জানানো র পর জুনের পরীক্ষা বাতিল হয়ে যায়। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে বলে জানান। এরপর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করেন। তিনি জানান, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং আগস্টে মাধ্যমিক পরীক্ষা।
- 1) pbssm.spo@gmail.com
- 2) commissionerschooleducation@gmail.com
- 3) wbssed@gmail.com
No comments:
Post a Comment