Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 6, 2021

আপনার মতামত জানতে চায় শিক্ষাদপ্তর -মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ভাবছেন আপনি?

আপনার মতামত জানতে চায় শিক্ষাদপ্তর -মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কী ভাবছেন আপনি? 



করোনা সংক্রমণের জেরে টালমাটাল সারা দেশ। শিক্ষাক্ষেত্রে যার প্রভাব খুবই জাঁকিয়ে বসেছে। দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল- কলেজ। ২০২০-র মাধ্যমিক পরীক্ষা হলেও শেষ করা যায়নি উচ্চ মাধ্যমিক। এবার একুশের মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও ছিল জোর জল্পনা। জুনে হওয়ার কথা ছিল মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে প্রথমে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জুনে কোনও পরীক্ষা হচ্ছে না জানানো র পর জুনের পরীক্ষা বাতিল হয়ে যায়। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে বলে জানান। এরপর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করেন। তিনি জানান, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক এবং আগস্টে মাধ্যমিক পরীক্ষা।



মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এগিয়েও চলছে সবকিছু। এমনকি সূচি ঘোষণার দিনও ঘোষণা করা হয়। এর মাঝেই কেন্দ্রের তরফে সিবিএসই - আইসিএসই পরীক্ষা বাতিল করা হয়। পরে পর্ষদ ও সংসদ সূচি ঘোষণা স্থগিত রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় তাঁদের পরামর্শের পর সিদ্ধান্ত বলেই জানানো হয়। 

বিশেষজ্ঞ কমিটি মনে করছে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। পরীক্ষার বদলে কোন পদ্ধতিতে মূল্যায়ন তা নিয়েও রয়েছে একাধিক প্রস্তাবও থাকছে রিপোর্টে। তবে রাজ্য শিক্ষা দপ্তর সাধারণ জনগণ, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে জানতে চায় মতামত। 

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সাধারণ জনগণ, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তাঁদের অভিমত জানাতে মেইল করতে পারবেন ৭ জুন দুপুর ২ টার মধ্যে। মেইল করতে হবে নীচের ঠিকানায়-

The opinion/views may be sent at the following email address.
  • 1) pbssm.spo@gmail.com
  • 2) commissionerschooleducation@gmail.com
  • 3) wbssed@gmail.com


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages