Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 30, 2021

শিল্পাঞ্চল এর বিভিন্ন এলাকায় উৎসাহের সাথে পালিত হল হুল দিবস

শিল্পাঞ্চল এর বিভিন্ন এলাকায় উৎসাহের সাথে পালিত হল হুল দিবস 

some political person


রামকৃষ্ণ চ্যাটার্জী:- 

জেলা প্রশাসনের উদ্যোগে ঘাড়বুড়ি মন্দিরের নিকটে হুল দিবস পালিত হয়। এদিন  রাজ্যের আইন ও পিডব্লিউডি মন্ত্রী মালয় ঘটক, ডিএম বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর, পৌরসভার চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, এসডিও অভিজ্ঞান পাঞ্জা, বিধায়ক হরেরাম সিং,বোর্ড সদস্য অভিজিৎ ঘটক যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে এই হুল দিবসের উদ্বোধন করেন।


এখানে মন্ত্রী মলয় ঘটক মহাশয় আদিবাসী কল্যাণে রাজ্য সরকার যে কাজ করছে তা সম্পর্কে বলেছিলেন। এছাড়া এদিন আদিবাসী মোড়লদের সম্মানিত করা হয়।


একই সাথে কালীপাহারী সিধু কানু মুর্মু বাস টার্মিনালে আসানসোল পৌর কর্পোরেশন কর্তৃক হাল দিবস উদযাপিত হয়।আদিবাসী সম্প্রদায়ের লোকেরা সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে  শ্রদ্ধা নিবেদন করেছেন।এদিন এই অনুষ্ঠানে আসানসোল পৌর কর্পোরেশন বোর্ডের সদস্য পূর্নশশি রায়,টিএমসি নেতা বাদল মিশ্র, প্রাক্তন কাউন্সিলর সুকুল হেমব্রম, প্রমোদ সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages