Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 11, 2021

‘অনলাইন টিচিং’ এর উদ্যোগে ত্রাণবিলি ও স্বাস্থ্য বিষয়ক প্রচার

‘অনলাইন টিচিং’ এর উদ্যোগে ত্রাণবিলি ও স্বাস্থ্য বিষয়ক প্রচার




নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর : উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা সার্কেলের প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিকমূলক সংস্থা ‘অনলাইন টিচিং’ প্রাথমিক শিক্ষাবিস্তারের পাশাপাশি জনসেবামূলক কাজেও সমানভাবে এগিয়ে চলছে। গত ১০.০৬.২০২১ বৃহস্পতিবার সংস্থার শিক্ষক শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায় ‘যশ’ কবলিত সন্দেশখালি ১ ব্লকের ঘুষিমারী অঞ্চলের পুঁটিমারী গ্রামে ১৬৩টি পরিবারের ৫০০ এর অধিক জনসাধারণের হাতে শুকনো খাবারের পাশাপাশি মধ্যাহ্নভোজন তুলে দেওয়া হয়। সেই সাথে প্রত্যেকটি বাড়িতে একটি করে মশারী প্রদান ও গবাদী পশুর জন্য শুকনো খাবার বিতরণ করা হয়।প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী সময়ে জলবাহিত রোগ সম্বন্ধে সচতনতার পাশাপাশি করোনার করালগ্রাস থেকে রক্ষার্থে ব্যক্তিদের মধ্যে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হয়।

সংস্থার পক্ষে থেকে প্রধান এডমিন ড. অরূপ মজুমদার বলেন যে, ‘অনলাইন টিচিং’ এর সদস্য সদস্যারা গত একবছর থেকে প্রাথমিক শিক্ষাকে চলমান রাখতে গাইঘাটা সার্কেল জুড়ে কাজ করে চলছে। এবছরের ‘যশ’ কবলিত পরিবারগুলির কথা ভেবে আমাদের এই সামান্য ত্রাণের ব্যবস্থা, ভবিষ্যতে সংস্থা আরও ব্যাপকভাবে কাজ করবে’। এই কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার জন্য সংস্থার শিক্ষক শিক্ষিকাদের পাশপাশি শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গদের প্রতি তিনি ধন্যাবাদ জ্ঞাপন করেছেন।

আজকের ত্রাণবিলি ও স্বাস্থ্য সচতনামূলক প্রচারের কাজটিকে সহজ করতে ‘রায়মণি স্মৃতি ফাউণ্ডেশন’ নামক সমাজসেবামূলক সংস্থার পক্ষ থেকেও উপস্থিত ছিলেন অধ্যাপক অনিমেষ মণ্ডল এবং তাঁর সহকারীরা। এছাড়াও যোগাযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বাসুদেব পাল মহাশয়। আবার, ‘অনলাইন টিচিং’ এর পক্ষ থেকে উপস্থিত থেকে যারা সকল শিক্ষক- শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের দান পৌঁছে দিলেন, তাঁরা হলেন ড. অরূপ মজুমদার, শিক্ষক তাপস বিশ্বাস, বাবুলাল সরকার, চিত্তরঞ্জন মণ্ডল, অম্বরিশ শিকদার, দীপঙ্কর মণ্ডল, ত্রিশঙ্কু সর্দার এবং শিক্ষিকা মাধুরী বালা, রত্না সাহা প্রমুখ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ডাক্তারি পাঠরত সৌম্য সরকার, সহকারী রন্টু রায়।

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages