উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কীভাবে, জানিয়ে দিল বোর্ড
করোনা সংক্রমণের জেরে জনমত ও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে বাতিল হয়েছে এবছরের মাধ্যমিক (madhyamik 2021) ও উচ্চ মাধ্যমিক (higher secondary 2021) পরীক্ষা। পরীক্ষা (examination) বাতিল তাই মূল্যায়ন নিয়ে একটা আলাদা চিন্তা ছিল সকলের মাথায়। অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী জানান শুক্রবার মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে। সেই মতো আজ মূল্যায়ন পদ্ধতি জানালো কাউন্সিল।
No comments:
Post a Comment