Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 8, 2021

শালবনীর ভাউদি গনেশ পূজা মন্ডপে রক্তদান শিবিরের আয়োজন করলো তৃনমূল শিক্ষক সমিতি

শালবনীর ভাউদি গনেশ পূজা মন্ডপে রক্তদান শিবিরের আয়োজন করলো তৃনমূল শিক্ষক সমিতি




নিজস্ব প্রতিনিধি,শচীন পাল

লকডাউন ও করোনা মহামারীতে মানুষের পাশে থাকতে, রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্তের গ্রীষ্মকালীন চাহিদা দূর করতে আজ সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, শালবনীর ভাউদিতে এক রক্তদান শিবিরের আয়োজন করে। ভাউদি গনেশ পূজা কমিটির সক্রিয় সহযোগিতায় এই কর্মসূচিতে দুইজন মহিলা সহ প্রায় ত্রিশজন রক্তদান করেন। 


চক্রের তরফে তন্ময় সিংহ জানান, প্রথমে দ্বি প্রাহরিক ভোজনের আয়োজন ও পরের দু পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ এর পর,চতুর্থ পর্যায়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 

 
আজকের কর্মসূচিতে উপস্থিত শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, ভাউদি গনেশ পূজা কমিটি ও শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান এই কর্মসূচি রূপায়ণের জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষক সংগঠনের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী সদর উত্তর চক্র কে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তার উপর জোর দেন ও মেদিনীপুর ভলেন্টারি ব্লার্ড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক ও সভায় উপস্থিত জয়ন্ত মূখার্জীর একশত আটচল্লিশ বার এখনও পর্যন্ত রক্ত দেওয়ার ঘটনা উল্লেখ করেন। 


রাজু বিষই, সঞ্জয় বিষই, ঠাকুরদাস মাহাত প্রমুখেরা আজকের অনুষ্ঠান পরিচালনা করেন, এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ছাত্রসমাজের সম্পাদক ও শিক্ষক অভয় মিশ্র এবং গড়বেতা সিভিল আর্মির মূল হোতা সুশান্ত পারিয়াল সহ চক্রের শিক্ষক বাপ্পা বিষয়ী, অমিত কুমার মারিক,শুভম চাউলিয়া, সুতপা মন্ডল,সন্টু কুমার দাস,বিপ্লব সরেন ও অমর চৌধুরী। 


আজকের অনুষ্ঠানে সকলের হাতে মাস্ক তুলে দেন ভাউদি গনেশ পূজা কমিটির সদস্যরা, তাদের সকলের সহযোগিতা এই রক্তদান শিবিরের রূপায়নে বিশেষ কৃতিত্বের দাবী রাখে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages