মদ্যপান করা যুবতীকে বাড়ি ফেরাল পুলিশ
গয়েরকাটা, জয়ন্ত বর্মন -
মোরাঘাট বনাঞ্চলে বেড়াতে আসা অপ্রকৃতস্থ অবস্থায় থাকা এক যুবতীকে উদ্ধার করে বাড়ি ফেরাল বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ। রবিবার সন্ধ্যায় গয়েরকাটার মোরাঘাট বনাঞ্চল লাগোয়া মধুবনী পার্ক সংলগ্ন এলাকায় এক যুবতীকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।
এরপর তারা বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে সেখান থেকে যুবতীকে উদ্ধার করে বিন্নাগুড়ি পুলিশ ফাড়িতে নিয়ে যায় পুলিশ। জানা গেছে ওই যুবতীর বাড়ি ধূপগুড়ি । পুলিশের এই মানবিক রুপে খুশি এলাকাবাসী। বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ সূত্রে খবর, যুবতীকে উদ্ধার করে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।
No comments:
Post a Comment