পেট্রো পন্যের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ ঝাড়গ্রামে
শচীন পাল, ঝাড়গ্রাম
অভিনব প্রতিবাদ। পেট্রো পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। একের পর এক গরুর গাড়ি অথবা কাড়া (মহিষ) গাড়ি। তার কোনোটার উপর বাইক। কোনোটায় স্টোভ, কোনোটায় গ্যাস সিলিন্ডার। পনরোটা গরুর গাড়ির লম্বা লাইন। প্রতিটা গাড়িতেই কোনো না কোনো প্রতিবাদের ব্যঙ্গাত্বক প্ল্যাকার্ড।
সারা রাজ্যের মত ঝাড়গ্রাম জেলা তেও আজ সব জায়গায় প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
অভিনব প্রতিবাদ পালন হয় গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকে। ডাঃ খগেন্দ্রনাথ মাহাত,ব্লক সভা পতি কমল রাউৎ সহ এলাকার নেতৃত্বরা এই মিছিল করেন।
জোড়াশোল থেকে থানামোড় পর্যন্ত ২কিমি রাস্তা মিছিল করেন তারা।এর পর কেশিয়াপাতায় অবস্থান বিক্ষোভ করেন তারা। একি রকম নয়াগ্রামে যুবর তরফ থেকে গন স্বাক্ষর অভিযান কর্মসূচী পালন করা হয়।
নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মূ, ঝাড়গ্রামে বিরবাহা হাঁসদা,সহ বিনপুর ব্লকের বিধায়ক দেবনাথ হাঁসদা প্রত্যেকেই নিজেদের বিধান সভা এলাকায় মিছিল ও অবস্থান বিক্ষোভ এ সামিল হন।
No comments:
Post a Comment