Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 24, 2021

তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন


মধুসূদন রায়,জলপাইগুড়িঃ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মহুয়া গোপ এর কাছে মোট তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেন পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন লাটাগুড়ি এলাকায় মহুয়া গোপ এর বাড়িতে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার  অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা জানান, আমরা রাজ্যের বিভিন্ন জেলার সরকারি আধা-সরকারি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক। আমরা বছরের পর বছর নিষ্ঠার সাথে বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছি। স্কুল ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে আমাদের মাসে ১ হাজার থেকে ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক বিদ্যালয় এই বেতনটুকু আমাদের দিচ্ছেন না। বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক এলে আমাদের বিদ্যালয় থেকে ছাড়িয়ে দেওয়া হয়। তাই আমরা চাই সরকার আমাদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান ও আর্থিক দায়ভার গ্রহণ করে আমাদের বাঁচার মতো ব্যবস্থা করে দিক। পাশাপাশি তারা জানান, কলকাতা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর নিকট এবং নবান্ন ও কালীঘাট অফিসে আবেদন করা হয়েছে। কিন্তু  আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। তাই আজ তিন দফা দাবিতে জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ মহাশয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট আপডেট পেতে- ক্লিক করুন 

 তাদের দাবিগুলো হলো- (১) ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান । (২) ন্যূনতম বেতন কাঠামো । (৩) পূর্ণ নিয়োগ।

       পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ময়নাগুড়ি ব্লক প্রেসিডেন্ট গণেশ চন্দ্র রায় বলেন, "আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মহুয়া গোপ মহাশয়ার বাড়িতে গিয়ে মোট তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি আশ্বাস দেন শিক্ষামন্ত্রীর কাছে বার্তা পৌঁছাবেন।" পাশাপাশি তিনি জানান,দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages