শারদ উৎসবের প্রাক মুহুর্তে নিগম নগরে বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য :
উত্তরবঙ্গে কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর শ্রীশ্রীনিগমানন্দ সারস্বত আশ্রমে মঠের ও নিগমানন্দ মিশনের সম্পাদক স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ ও আশ্রমাধ্যক্ষ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজের মাধ্যমে ১০৫ জন দুঃস্থব্যক্তির মধ্যে বস্ত্র (শাড়ী ও ধুতি) বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে সর্বশ্রী সর্বেন্দু সেন, অভিজিৎ সেনগুপ্ত, স্থানীয় বিভাগীয় সদস্য দীনেশচন্দ্র রায়, জেলাসদস্যদ্বয় অনুপকুমার বর্মণ, সুশীলকুমার রায়, কোচবিহার জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের পরিদর্শক দীপক রায় সহ যুবসদস্যবৃন্দ প্রমুখ।
জয়গুরু জয় মা
ReplyDelete