কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হলেন হিতেন বর্মন
কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হলেন হিতেন বর্মন। আজ রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মোট ২১ টি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের নাম জানান হয়।
গত বছর ২রা নভেম্বর কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক তপন কুমার দাসকে এই পদে বসানোর এক বছর না যেতেই এই পদে বসানো হল তৃণমূলের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মণকে।
২১ এর বিধানসভা নির্বাচনে হিতেন বর্মণকে টিকিট দেওয়া হয়নি। টিকিট না পেয়ে প্রাক্তন বিধায়ক হিতেন বর্মণ রাজনৈতিক ভাবে সন্ন্যাস গ্রহনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।
আজ শিক্ষা দপ্তরের জারি করে বিজ্ঞপ্তি অনুসারে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট ১৯৭৩ -র ৩৭(২) (কে) অনুসারে রাজ্যপাল জেলার চেয়ারম্যানদের নিয়োগ করেছেন।
এদিকে আলিপুরদুয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হলেন পরিতোষ বর্মণ, জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হলেন লখমোহন রায়। শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হলেন দিলীপ কুমার রায়।
No comments:
Post a Comment