Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 4, 2022

কবিতাকে নতুন আঙ্গিকে সাজিয়ে বড় সাফল‍্য জলছবি প্রডাকশনের

কবিতাকে নতুন আঙ্গিকে সাজিয়ে বড় সাফল‍্য জলছবি প্রডাকশনের 





মূহুর্তের মধ্যেই বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপট এ প্রবীর সরকারের কলমে কবিতা কে ভিডিওর মাধ্যমে নতুন আঙ্গিকে সাজিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিল দিনহাটার জলছবি প্রডাকশন । 



ভিডিও টি তৈরি করেছেন , দিনহাটার বিশিষ্ট পরিচালক উদয়ন চক্রবর্তী , উক্ত কবিতার কন্ঠশিল্পী দিনহাটার বিশিস্ট সঞ্চালক সুশান্ত সাহা / উদয়ন চক্রবর্তী আমাদের জানান, সাংস্কৃতিক পরিবেশ বজায় রেখে ,ভালো কাজ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য ৷ 



সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেলে পরবর্তীতে আমরা নতুনত্ব কিছু কাজ দর্শকদের সামনে তুলে ধরবো |

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages