কবিতাকে নতুন আঙ্গিকে সাজিয়ে বড় সাফল্য জলছবি প্রডাকশনের
মূহুর্তের মধ্যেই বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপট এ প্রবীর সরকারের কলমে কবিতা কে ভিডিওর মাধ্যমে নতুন আঙ্গিকে সাজিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিল দিনহাটার জলছবি প্রডাকশন ।
ভিডিও টি তৈরি করেছেন , দিনহাটার বিশিষ্ট পরিচালক উদয়ন চক্রবর্তী , উক্ত কবিতার কন্ঠশিল্পী দিনহাটার বিশিস্ট সঞ্চালক সুশান্ত সাহা / উদয়ন চক্রবর্তী আমাদের জানান, সাংস্কৃতিক পরিবেশ বজায় রেখে ,ভালো কাজ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য ৷
সকলের আশীর্বাদ ও ভালোবাসা পেলে পরবর্তীতে আমরা নতুনত্ব কিছু কাজ দর্শকদের সামনে তুলে ধরবো |
No comments:
Post a Comment