বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির
অভীক মিত্র -
গিরিপুর বৈকুন্ঠনাথ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতন শিবিরের আয়োজন করা হয় জবলা স্যাগ কন্যাশ্রী প্রকল্পের তত্ত্ববধানে ।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মহম্মদবাজার ব্লকের বিশিষ্ট শিক্ষাবিদ ইমামুল সাহেব,গিরিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,আইসিডিএস প্রোজেক্টের স্যাগ কন্যাশ্রী প্রকল্পের প্রতিনিধি হৃদয়কুমার সিংহ ।প্রায় সাতাত্তরজন ছাত্রীদের নিয়ে চলে প্রশিক্ষন শিবির ।
এই প্রশিক্ষণ শিবিরের আলোচ্য বিষয় ছিল - বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতন করা,অ্যানেমিয়া বিষয়ে আলোচনা করা, জাতীয় পতাকা রং-র খাবার খাওয়ার বিষয়ে অবগত করা হয় ।
এছাড়া পরিশেষে নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা করা হয় । আজকের আলোচ্য ইস্যুগুলো কিশোরীরা নিজেদের গ্রামে গ্রামে জানানোর জন্য শপথ গ্রহণ করে তারা তাদের গ্রামে বাল্যবিবাহ ও নারী পাচার হতে দেবো না ।
No comments:
Post a Comment