Cooch Behar Book Fair 2022: একলব্য জার্নালের শিল্পকলা ও ভাস্কর্য সংখ্যা প্রকাশ করলেন বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার
বাসুদেব দাস, সংবাদ একলব্য, দিনহাটা:
২৭ ডিসেম্বর, ২০২২ কোচবিহার জেলা বইমেলার উদ্বোধন হয়েছে দিনহাটার সংহতি ময়দানে। বইমেলা মানে শুধু বই বিক্রি নয়, বইমেলার সাথে যুক্ত থাকে বই প্রকাশ বা ম্যাগাজিন প্রকাশও। বইমেলার প্রথমদিন থেকেই একাধিক বই,ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে বইমেলার মঞ্চে। আজ কোচবিহার জেলা বইমেলার মঞ্চে প্রকাশিত হলো একলব্য' জার্নালের ১৩ তম বর্ষের ২৩ তম সংখ্যা।
একলব্য' জার্নালের এবারের সংখ্যা উন্মোচন করেন বিশিষ্ট প্রাবন্ধিক, অধ্যাপক জয়দীপ সরকার। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিকিৎসক অজয় মণ্ডল, শিক্ষক ও সম্পাদক গৌরাঙ্গ সিন্হা, অধ্যাপক নারায়ণ চন্দ্র বসুনিয়া, অধ্যাপক জয় দাস, অঙ্কুরোদগমের সম্পাদক অঞ্জনা দে ভৌমিক প্রমূখ।
পত্রিকা সম্পাদক সম্রাট দাস জানান, "একলব্য জার্নালের এবারের সংখ্যা শিল্পকলা ও ভাস্কর্যের উপর। মোট ১০ জন প্রাবন্ধিকের লেখা রয়েছে এখানে। আশাকরি গবেষকদের এবং আগ্রহী পাঠকদের কাজে লাগবে সংখ্যাটি।"
No comments:
Post a Comment