আর হাতে গোনা কয়েকদিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর উৎসবে মিষ্টিমুখ তো হবেই, কিন্তু ঝাল? ঝাল না হলে চলে? তাই আজ বাঙালির হেঁশেলে মৌসোনা নিয়ে এলো চিলি রসগোল্লার রেসেপি।
রেসিপি: চিলি রসগোল্লা
উপকরণ: ছানা ২৫০গ্রাম , ময়দা ২ চামচ , কাঁচা লঙ্কা কুঁচি ১ টি, কাঁচা লঙ্কা চেরা ৫টি, চিনি ১ কাপ, গ্রীন ফুড কালার ১ চামচ
দারুন
ReplyDelete