দুর্গোৎসবের চেক হাতে পেল পুজো কমিট- সাথে তরুণ প্রজন্মকে উৎসাহ দিল শক্তি সংঘ
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়া ঃ
আজ হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত ১৩৯টি দুর্গা পূজা কমিটির হাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পঞ্চাশ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো উলুবেড়িয়া প্রশাসনের পক্ষ থেকে।
উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজ এক অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এছাড়াও প্রশাসনের নানা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু।
আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটির মধ্যে উল্লেখযোগ্য শক্তি সংঘ পরিচালিত 'দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো' কমিটির পক্ষ থেকে চেক সংগ্রহ করতে উপস্থিত ছিলেন অন্যতম কর্তা রায়নদেব হালদার। তিনি আমাদের জানান, "এই বছর করোনা আবহে পুজো পরিচালনা করতে তাদের মতো পুজো কমিটিগুলির অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। বিজ্ঞাপন, অনুদান বা চাঁদা সংগ্রহ করার পরিমাণ এই বছর নিতান্তই কম ছিল। এমতাবস্থায় মাননীয়া মুখ্যমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে অনেক সুবিধা হলো।" তিনি আরো জানান যে, "ভবিষ্যত প্রজন্মের এখন অনেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে প্রচন্ড ব্যস্ত, পাড়ায় দুর্গোৎসবের আগে তাঁদের মতো করে সময় এই প্রজন্ম দিতে পারে না পুজোর কদিন ছাড়া।"
এই পুজো কমিটি তাই পরবর্তী প্রজন্মকে উৎসাহ দিতে এবছর মাধ্যমিক উত্তীর্ণ হওয়া তাদের এক তরুণ সদস্য সৌগত হালদারকে চেক সংগ্রহ করতে নিয়ে যান এবং এই তরুণই মঞ্চে চেক সংগ্রহ করে।
শক্তি সংঘের তরুণ এই সদস্য সৌগত হালদার আমাদের জানান, "আমাকে দেখে ভবিষ্যতে প্রজন্ম এগিয়ে আসুক। পাড়ায় পাড়ায় আমাদের বয়সের তরুণদের এগিয়ে আসতে হবে। এই বছর করোনা আবহে শারদোৎসব সুষ্ঠু ভাবে পালন করার গুরুদায়িত্ব আমাদের সকলের। সরকারি সমস্ত স্বাস্থ্য বিধি মণ্ডপে মানার জন্য আমাদের মতো তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
No comments:
Post a Comment