জয় সরকার,শ্রীজাত এবং সুস্মিতা আনিস মেলালেন পুজোর গানে দুই বাংলাকে
গান 'হয়তো বা'। বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস,সম্পর্কে প্রবাদপ্রতিম সংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাইঝি এবার পুজোয় নিয়ে এলেন বাংলা মৌলিক গান।
গানের সুর কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকার এর, আর গীতিকার বিশিষ্ট কবি শ্রীজাত বন্দোপাধ্যায়।
দুর্গা পুজো দুই বাংলাতেই হয়।পুজোর আগে নতুন জামাকাপড়, পূজাবার্ষিকীর বইয়ের মতো, পুজোর গান বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।জয় সরকার,শ্রীজাত বন্দোপাধ্যায়,সুস্মিতা আনিস ত্রয়ীর নিবেদনে মন কেমন করা এই গান।
গানটার শুটিং কলকাতায় হওয়া।এক অভিজাত বনেদি বাড়ির বারান্দা,ঘর,সিঁড়ি,খাঁচায় পোষা পায়রা, তানপুরা-সেতারের সুরে মন কেমনের রেশ।কোনো এক হারিয়ে ফেলাকে গানে,গানে ঠিকানার খোঁজ দেওয়ার উদ্যোগ।
সুস্মিতা আনিস বললেন,"এটা একটা ভিন্ন স্বাদের বাংলা মৌলিক গান।নিজের সাথে নিজের একলা হওয়ার গান।আশা করি আপনাদের ভাল লাগবে।"
No comments:
Post a Comment